পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 * > খ্ৰীষ্টধর্ম পরীক্ষণ । {৪ খাণ্ডের বৰ্ত্তি মেডিটেরেনিয়ন সমুদ্রের তীরে সোর নামক একটি অতি সুন্দর ও মনোহর নগর ছিল। তন্নিবাসি লোকেরা নিশ্চিন্ত হইয়া পরম সুখ বিলাস করিতেছে, এমত সময়ে যিহিস্কেল ও আর ২ ভবিষ্যদ্বক্তৃগণ * তদ্বিঘরে এই সমাচার দিলেন, “শত্ৰুগণ তোমার প্রতি আক্রমণ পূর্বক তোমাকে ঘেরিবে, আর লুট করিয়া অবশেষে সম্পূৰ্ণৰূপে নষ্ট করবে।” পরমেশ্বর ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা এই ষে সম্বাদ দিয়াছিলেন, তাহ নিবৃখদনিৎসর ও সিকন্দরদ্বারা পূর্ণ হইল। সোর নগরের বর্তমান অবস্থার বর্ণনা বিক্রিস্কেল এইৰূপে করিয়াছেন। “আমি তোমাকে অনাবৃত শৈল করিব, ও তুমি জাল বিস্তার করণের স্থান হইবা ; আর কখনো নিৰ্ম্মিত হইব। ন, কেননা প্রভু পরমেশ্বর কহেন, আমি পরমেশ্বর এ কথা কহিতেছি।” যিহি ২৬ । ১৪। এই কথানুসারে অদ্য পৰ্য্যন্ত সোর উচ্ছিন্ন ও জনশূন্য হইয়া আছে; কখন ২ মৎস্যধারিরা আসিয়া আপনাদের জাল তাহার উপর বিস্তার করে। এই নগর ভুরকদের হন্তে অনেক শত বৎসর

  • লিশ ২০ মিরি ২৫। মিহি ২১ । ২৭। ২৮।

জামে ২ ৷ ৯,১৪ । সিখ ৯ । ৩,৪ ।