এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
*、や হিন্দুধর্মের পরীক্ষা। - [১.খণ্ডের হিন্দুগণের মতানুসারে পরমেশ্বর পবিত্র নহেন। পরন্তু তাহার যে কথা কহিয়া থাকে, যথা, তেজীয়সা ন দোষায় ; অর্থাৎ “ তেজস্কি ব্যক্তিদের কিছু দোষ নাই,” তাহার উত্তর পরে দিব। ২ তম ব্যায় । পরমেশ্বরের ন্যায্যের বিষয়। পরমেশ্বর ন্যায়কারী হন। (৪ পৃষ্ঠা দেখ। ) অতএব এখন আমরা e এই গুণদ্বারা ঐ সকল দেবগণের প্ররীক্ষা করি। ১। ব্ৰহ্ম কি-নৰ্ণয়কারী? ভাগৱতের দশম স্কন্ধে লেখা আছে, যখন কৃষ্ণ বনেতে গোচরণ করিতেছিলেন, তখন ব্ৰহ্মা আসিয়া গোরু ও বৎস সকল চুরি করিয়া লইয়া গেলেন । ২। বিষ্ণু কি ন্যায়কারী? বিষ্ণুর বিষয়ে লেখা আছে যে তিনি সমুদ্র মন্থন করিবার সময়ে অসুরগণের সহায়তা প্রাপ্তির নিমিত্তে তাহাদিগকে অমৃত দিতে প্রতিজ্ঞা করিয়াছিলেন ; কিন্তু যখন এক জন অসুরকে অমৃত পান করিতে দেখিলেন, তখন চক্রদ্বারা তাহার