পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] ত্রিদের অন্যায়ী । 3. A মস্তক কাটিয়া ফেলিয়া অমৃতের পরিবর্তে মৃত্যুর রসন্ধপ ঘোল তাহাকে পান করাইলেন। আর মৎস্যপুরাণে লেখা আছে, ভৃগুমুনির স্ত্রীর তপস্য) ভঙ্গ করিবার নিমিত্তে বিষ্ণু তাহারও মস্তক ছেদন করিলেন ; তৎপ্রযুক্ত ভৃগু ভাঙ্গকে পৃথিবীতে তিনবার জন্মগ্রহণ করিতে শাপ দিলেন। ৩ । শিব কি.নftয়কারী ? লেখা আছে, যখন মহাদেবের সন্তানগণ ক্ষুধায় মরিতেছিল, তখনও তিনি তাহাদিগকে ছাড়িয়া বেশ্যাগণের সহিত সংসর্গ করিতে গেলেন। পুনশ্চ যখন শনি বিনা অপরাধে শিবের পুত্ৰ গণেশের মস্তক ভস্ম করিলেন, তখন তিনি স্টাহর কিছু সহায়তা । করিলেন না, আর শনিকেও ন্যায় দণ্ড দিলেন না। মহাভারতের সোপ্তিক পর্বে লেখা আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির ও র্তাহর সঙ্গি সেনাগণ যুদ্ধে ৰাচিয়া তাম্বুতে ফিরিয়া আইলে, মহাদেব তাহাদিগকে আশুয় দিয়া তাবৎ রাত্রি র্তাহীদের রক্ষক হইবার প্রতিজ্ঞা করিয়াছিলেন ; কিন্তু অশ্বথামা নামে দুর্য্যোধনের এক জন সৈন্য মহাদেবের নিকটে আসিয়া তাহাকে লওয়াইয়া বশ করিলে তিনি ঐ সেনাগণকে মারিতে D 2