পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়। খ্ৰীষ্টধর্মের তাড়ন বিষয়ে ভাবি বাক্য । O: শয়তান ও তাহার সৈন্যগণ খ্রীষ্টের ঐ ক্ষুদ্র পালকে কখন পরাভব করিতে পারিবে না। আঃ এ কেমন মহৎ কথা ! ইহা কেমন আশ্চৰ্য্য সমাচার ! খ্ৰীষ্ট আপন মর্তাবলম্বি লোকদিগকে ধৰ্ম্মের জন্য অস্ত্র লইয়া যুদ্ধ করিতে দৃঢ়ৰূপে নিষেধ করিয়াছিলেন, তথাচ তিনি বলিলেন, যে তাহারা অস্ত্র শস্ত্র ব্যতীত সমুদয় জগৎকে জয় করিবে। আহা কি আশ্চৰ্য্য ! যদি কএকটি মেষৰৎসকে কেন্দ্রয়া ব্যান্ত্রের মধ্যে পাঠান যায়, তবে তাহারা কত ক্ষণ জীবৎ থাকিবে ? কিন্তু দেখ, আঠার শত বৎসর পৰ্য্যন্ত খ্রীষ্টের মেষপাল কেন্দুয়া সমুহের মধ্যে বাস করিতেছে; তথাচ তাহাঙ্গের নষ্ট হওয়া দূরে খাকুক, ক্রমে ২ তাহারা বৃদ্ধি পাইন্ডেছে! আর ধৰ্ম্মপুস্তকে নিশ্চয় বলে; ষে পৰ্য্যন্ত সমুদয় জগতে “এক পাল ও এক পালক * না ক্ষয়;” অর্থাৎ যে পৰ্য্যস্ত তাবৎ দেশে এক ধৰ্ম্ম ও এক প্ৰভু ও এক জর্তি লা। হয় সেই পৰ্য্যস্ত তাহার উত্তরোত্তর বৃদ্ধি থাইবে। জগতের মধ্যে খ্রীষ্টের রাজ্য উক্তৰূপে বৃদ্ধি হওয়াতে বাইবলের ভাৰিবাক্য পূর্ণ হওনের প্রমাণ হইয়াছে তাহ কেবল নয়, কিন্তু ঐ ধৰ্ম্ম যে ঈশ্বরকত্বক

  • যেী":১৩ । ১৬ ।