পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ] শ্ৰীষ্টধর্মgাড়নারূপ অগ্নিতে অবিনাশ্য। ১৪৩ খ্ৰীষ্টিয়ান হইল, সে আপন পুরাতন আচার ব্যবহার পরিত্যাগ করিয়া নিতান্ত ভূতন রীত্যনুসারে চলিতে লাগিল। মনুষ্যগণ যে সকল বস্তুকে প্রিয়জ্ঞান করে তাহ তাঙ্কণরা ত্যাগ করিত, এবং অন্য লোকেরা যে দৃঘটনা এড়াইতে যত্ন করে তাহা তাহারা সানন্দে সহ্য করিত। তাহণদের প্রাণ ও সম্পত্তির এক দিবসের জন্যেও কেহ রক্ষা করিত না, এবং অসং थ, লোক নিষ্ঠুরও লজ্জাজনক মৃত্যু ভোগ করিল। খ্ৰীষ্টধৰ্ম্ম এই তাড়নাৰূপ অগ্নিতে নৃত্যুনাধিক তিন শত বৎসর পর্য্যন্ত পরীক্ষিত হইয়াছিল। হিন্দু মহাশয়েরা ইহা বিবেচনা করিলে এ বিষয় ভাল বুঝিতে পারবেন, যদি এতদেশীয় রাজগণের কর্তৃত্বের সময়ে এই দেশের কোন লোক খ্ৰীষ্টধৰ্ম্ম গ্রহণ করিত, তবে তাহার কী ৰূপ অবস্থা হইত? ফলতঃ মুস অরণ্যে মে ঝোপকে জ্বলিতে দেখিয়াছিলেন, তাহারণ সহিত খ্ৰীষ্ট ধর্মের ভাল উপমা হইতে পারে। তিনি দৃষ্টিপক্ষ করিয়া দেখিলেন, ঝোপ অগ্নিতে প্রজ্বলিত হইতেছে, তথাপি. নষ্ট হয় না। তদুপ অগ্নি এই ধৰ্ম্মকে দগ্ধ করিতে পারে না, জলে তাহ ডুবাইতে পারে ন, মনুষ্য ও শয়তান তাহ নষ্ট করিতে পারে না,