পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२.b” হিন্দুধর্মের পরীক্ষা। [১ খণ্ডের দিলেন ; তাহা কেবল নয়, তন্নিমিত্তে আপন অস্ত্রও অশ্বথামাকে দিলেন । ৪ । রাম কি ন্যায়কারী ? রামের বিষয়ে লেখা আছে, তিনি বিনা অপরাধে বালি রাজাকে বধ করিলেন, এবং তাহার রাজ্য লইয়া তাহার ভ্রাতা সুগ্ৰীবকে দিলেন । আরও লিখিত আছে, তিনি আপন মন্দিরে কাল পুরুষের সহিত কথোপকথন করিতেছিলেন, এমত সময়ে দুৰ্ব্বাস ঋষি আইলে দ্বারপাল লক্ষণ র্তাহাকে ভিতরে যাইতে দিলেন ; এই নিমিত্তে রাম ক্রোধিত হইয়া আপন ভাইকে ত্যাগ করিলেন । ইহাতে লক্ষণ অক্তিশয় শোকাকুল হওত সরযু নদীতে যাইয়া ডুবিয়া মরিলেন ; পরে রামও সেই স্ত করে আপন প্রাণকে নষ্ট করিলেন। ৫ । কৃষ্ণ কি নায়কারী? যদি ন্যায্য গুণ কৃষ্ণেতে অনুসন্ধান করি, তবে তাহা পাওয়া আরও দুষ্কর হয়। শাস্ত্রে লিখিত আছে, তিনি বাল্যকালে বারম্বার গোপীগণের দুগ্ধ দধি মাখন চুরি করিয়া খাইতেন । পুনশ্চ যখন তিনি আপন মাতুল কংসকে বধ করিবার নিমিত্তে মথুরাতে যাইতেছিলেন, তখন পথের