পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্যান্য বিষয়ের বিচার। * 82 যেন না জন্মায়, কেননা তাহা হইলে অজ্ঞানত মাত্র প্রকাশ হইৰে । " পুনশ্চ, যাহারা মনোযোগপূর্বক খ্ৰীষ্টধৰ্ম্ম বিবেচনা করে, তাহারা নিশ্চন্ন জানিবে যে ইহাই সত্য ও অদ্বিতীয় ধৰ্ম্ম ; সুতরাং আর ২ ধৰ্ম্ম সকল মিথ্যা ও নিস্ফল। কিন্তু ইহাহইতে খ্ৰীষ্ট ধৰ্ম্মের আরও অনেক ও মহৎ উত্তম গুণ আছে; যে কেহ তাহা সরলৰূপে গ্রহণ করে, তাহার নিকটে দিনে ২ সেই সকল অধিক প্রকাশ পাইবে, এবং তাহার আচার ব্যবহারেও দৃষ্ট হইবে। অবশেষে যখন তাবৎ মনুষ্যই অন্তঃকরণের সহিত এই ধৰ্ম্ম গ্রহণ করিবে, তখন এই জগৎ “ ঈশ্বরের উদ্যানস্বৰূপ হইবে।” তৎকালে সকলে পরমেশ্বরকে সম্পূৰ্ণৰূপে ও পরস্পর আত্মতুল্য প্রেম করিবে; তাহাতে হিংসা, বিবাদ, হত্যা ও যুদ্ধ, ইত্যাদি স্থকিত হুইবে; যেমন লিখিত আছে, যথ1; “ তাহারণ অাপন ২ খড়গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল নিৰ্ম্মাণ করিত্রে, ও বড়শা ভাঙ্গিয় কান্ত গৰি, এবPA এক দেশীয় লোক অন্যদেশীয়দের বিপরীতে খড়গ আর চালন করিবে না, তাছুরো আর যুদ্ধ শিথিবে না।” ফিশা ২। ৪ । Ω 3