5 съ” খ্ৰীষ্টধর্ম পরীক্ষ'। ' [৫ খণ্ডের ৪। খ্ৰীষ্টধৰ্ম্ম বিস্তৃত ওন বিষয়ক আপত্তি। অনেকে বলে, যদি খ্ৰীষ্টধৰ্ম্ম সত্য বটে, তবে তাঙ্গ কেন সমুদয় পৃথিবীতে প্রকাশ হয় নাই ? উত্তর। এ পর্য্যন্ত কোন ধৰ্ম্মই সমস্ত পৃথিবীতে বিস্তার হয় নাই; তাহাতে সৰ্ব্বস্থানে ব্যাপ্ত হওন यक् िनडा थाभ्रेज़ চিকু হয়, তবে জগতের মধ্যে অদ্যাপি সত্য ধৰ্ম্ম প্রকাশ হয় নাই, ইহা স্বীকার করিতে হইবে । কিন্তু সদ্ধৰ্ম্মের প্রকৃত লক্ষণ এ নয় ; বরং যে সকল লক্ষণদ্বারা হিন্দু ও মুসলমানের এবং খ্ৰীষ্টিয়ানের সত্য ধৰ্ম্ম জানিবার উপায় স্থির করে, সেই সকল কেবল খ্ৰীষ্টধৰ্ম্মে পাওয়া গিয়াছে, অতএব এইরূপ মিথ্যা দোষারোপ ত্যাগ করা উচিত। ঘাহা হউক, যদুর সরলান্তঃ'করণ লোকেরা এই আপত্তিকে খণ্ডন করিতে পারে এমন্ত কত্রকট। প্রসঙ্গ লিখি। অষ্টভাগদ্বারা অৱগত হইতেছি যে যীশু খ্ৰীষ্ট আপন স্থিষ্যগণকে সৰ্ব্বপ্রাণির নিকটে সুসমাচার প্রচার করিত্বে আজ্ঞা দিয়াছিলেন। তাহারা প্রথমতঃ যথাসাধ্য, বিশ্বস্ত ও সাহসিক ৰূপে স্নেই আজ্ঞা পালন করিল, তাহাতে এত ফল জন্মিল, ষে খ্ৰীক্টের স্বৰ্গারোহণের পরে তিন শত বৎসর মধ্যে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।