পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] চলরাজ ও মহামারীর দৃষ্টান্ত । °C@冯 পশ্চিম দেশ সমুদায়ে তাহার রাজ্য ব্যাপিয়া গেল। যদি সেই সময়ের পর খ্ৰীষ্টিয়ানের। আপনাদের প্রভুর মহাজ্ঞা বিষয়ে অমনোযোগী হইয়। তৎপালনে শৈথিল করিল, ভবে সে দোষ খ্রীষ্টের নয়, কিন্তু তাহীদের। পুনশ্চ, যদি তাহার কোন স্থানে সুসমাচার প্রচার করিলে তত্রস্ত লোকেরা তাহা গ্রহণ না করে, তবে ঐ ধৰ্ম্মের প্রতি কোন প্রকারে দোষারোপ হতে, পারে না। ইহার একটি দুষ্টান্ত বলি শুন , ভারতবর্ষে কোন মহামারী অতিশয় প্রবল হইলে যদি চীন দেশের রাজার নিকটে তাহার এমত ভাল ঔষধ থাকে যে রোগিরা তাহ খাইয়া অবশ্য আরোগ্য হয়; আর চিনাধিপতি ভারতবর্ষের এই দুঃখজনক অবস্থার সংবাদ শুনিয়া দয়াপূৰ্ব্বক একটি জাহাজ সেই ঔষধ বোঝাই করিয়া তদারোহি লোকদিগকে এই বিশেষ আজ্ঞা দেন, তোমরা ভারতবর্ষে গিয়া -পেছিয়া যত লোক পীড়িত সছে সকলকে এই ঔষধ দিবা । এমত মুক্তি পাইয়াও ষদি রাজার ঐ দাসগণ পথে বিলম্ব করে, অথবা ভারতবর্ষে পহুছিয়া শৈথিল্যপূৰ্ব্বক ঐ ঔষধ বিতরণ করে ; কিম্বা ; পীড়িত লোকেরা पि তাহা р 2