“S & о খ্রীস্টধর্ম পরীক্ষা । [৫ খণ্ডের সেবন করিতে অস্বীকার করে, আর কেহ ২ সেবন করিয়াও চিকিৎসকের ব্যবস্থানুসারে না চলিয়া মারা পড়ে; তবে ইহাতে ঐ ঔষধের কিম্বা তৎপ্রেরণকারি রাজার প্রতি কোন দোষারোপ হইতে পারে না। বরঞ্চ সকলেই বলিবে, রাজা পরমদয়ালু বটেন, এবং ঔষধও ভাল ; কিন্তু যে দাসগণকে বিতরণের ভার অপিত হইয়াছিল, আর যে পীড়িত লোকের ঐ ঔষধ অগ্রাহ্য করিল, অথবা তাহার নিয়মানুসারে না চলিল, তাহাঁদেরই সম্পূর্ণ দোষ আছে, কারণ যত রোগী ঐ ঔষধকে ব্যবস্থামতে ব্যবহার করিল সকলই স্বাস্থ্য পাইল । আরও বিবেচনা করা কৰ্ত্তব্য, যে নাস্তিকের তর্ক করিয়া যদি বলে, ঈশ্বর থাকিলে সকলে তাহাকে স্বীকার করিত, তবে বিদ্বান লোকের ঐ কথা যেমন নিতান্ত অলীক জ্ঞান করেন, তেমনি খ্ৰীষ্টিয়ানধৰ্ম্ম সত্য হইলে তাহা সৰ্ব্বত্র ব্যাপ্ত হইত, এ কথাও যুক্তি বিরজ্ঞ বলিতে হয়; এবং এমত আপত্তি খ্ৰীষ্টধৰ্ম্মের হানি জন্মাইতে পারে না। অতএব হে প্রিয় পাঠকেরা, যে ব্যক্তি এই ধৰ্ম্ম গ্রহণ করে, সে মাপনার হিতকারী হয়; কিন্তু যে কেহ তাহা তুচ্ছ করে, সে আপনি আপনার সর্বনাশ ঘটায়।
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।