পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

te * ১ অধ্যায়। খ্রীস্টধর্মের স্কৃিষ্ট হওনের বিষয় । "> y* যাহা হউক, এত লোক যে খ্ৰীষ্টধৰ্ম্ম গ্রহণ করিয়াছে, ইহা" বড় আশ্চর্য্য বিষয়, এবং তাহার সত্যতার এক দৃঢ় প্রমাণ বটে। এ ধৰ্ম্মে মনুষ্যদের শারীরিক মুখাভিলাষ প্রাপণের কিছু উপায় নাই ; তাছাতে অহঙ্কার ও আত্মশ্লাঘাজনক বিধি নাই, বরঞ্চ তদ্বিপরীত সকল আজ্ঞা দেয়, যথা; কুইচ্ছা ত্যাগ করিতে ও অহঙ্কারকে পদতলে দলাইতে, ও প্রতিহিংসা লোভাদির সমুলোৎপাটন করিতে হয়; এবং তদ্বিপরীত সকল সদগুণ যত্নপূর্বক পালন করিয়া প্রত্যেক কৰ্ম্ম পবিত্রতায় ভূষিত করিতে আজ্ঞা দেয়। ফলতঃ খ্ৰীষ্টধৰ্ম্ম পাপিষ্ঠ মনুষ্যের স্বভাবের এমত বিপরীত ও অসন্তোষক, যে ভালৰূপে বিবেচনা করিলে আশ্চৰ্য্য বোধ হইবে, তাছা ঐত দেশে বিস্তারিত হইয়াছে। দেখ, তিক্ত ঔষধ কে স্বচ্ছন্দে খাইবে? সুতরাং যুক্তিতে ইচ্ছা মনুমান হয়, পরমেশ্বরের বিশেষ সাহায্য ব্যতিরেকে এ ফর্ম-এত. দিন থাকিত না, কিন্তু ইহার মধ্যে লুগু ইত। আর এইক্ষণে খ্ৰীষ্টধৰ্ম্ম জগৎ সমুদায়ে, প্রচারিত হইতেছে, এই কথা বাইবলের ভাবিৰাক্যের সহিত তুলনা করিলে খ্ৰীষ্ট ধর্মের সত্যতার আর এক বড় প্রমাণ পাওয়া যায় ; কেননা ইহাতে ভবিষ্য ? 3