পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । {৫ খণ্ডের দ্বক্তগণ এবং যীশু খ্ৰীষ্ট অনেক শত বৎসর হইল যে ভাবি কথা সকল, কচিয়াছিলেন ডাহা দিনে ২ পূর্ণ হইতেছে। পরমেশ্বর করুন যেন সেই দিন শীঘ্র আইসে যাহাতে তাবদেশীয় লোকের তাহ গ্রাহ্য করিলে বিবাদকারিদের মুখে মৌনতাৰূপ চাবি লাগান যাইবে, আর যেমন সমুদ্র জলে পরিপূর্ণ হইয়াছে, তেমনি পৃথিবী * পরমৃেশ্বর বিষয়ক জ্ঞান ও যীশু খ্রীষ্টের প্রেমেতে পূর্ণ হইবে। حماي দ্বিতীয় অধ্যায়। খ্ৰীষ্টধৰ্ম্মের উত্তমতার বিষয়। এই ধৰ্ম্মের অনেক অকথনীয় গুণ আছে, সে সকলের প্রতি ধ্যান করিলে অপক্ষপাতি ব্যক্তির নিশ্চয় জানিতে পরিবেন, যে যাহাহইতে প্রত্যেক উত্তম দান ও পূর্ণ বর নামিয়া আইসে, তাহা র্তাহারই দৰবটে। প্রথমাবধি শেষ পর্যন্ত তাহ সৰ্ব্বভেঞ্জস্ব মনুষ্যের উপযুক্ত; এবং তাহার প্রত্যেক কথাতে ঈশ্বরের মহিম ও সত্যত দয় ইত্যাদি" গুণের প্রকাশ হয়। অতএব যে কেহ

  • যিশ: ১১ । ৯ ।