〉 b b *ীষ্টধর্ম গ্রীক্ষা । {৫ খণ্ডের করিতে পারি, তথাচ তাহার কীটের সহিত মৃত্তিকাতে হামাগুড়ি দেয় ; তাহারা জগতকে ঘৃণা করে, এবং তাছার শুম ও বিড়ম্বনাহইতে মুক্ত হইতে ইচ্ছা করে ; কিন্তু পুনরায় তাহদের সাংসারিক অভিলাষ ফিরিয়া উপস্থিত হয়, ও বন্যার ন্যায় পরীক্ষা আসিলে' তাহাদিগকে ভাসাইয়া দেয় ; তাহারা চিন্তা ও ধ্যানদ্বারা স্বর্গের দিগে উপরে উঠে, কিন্তু লোভাদি মন্দাভিলাষ, সকল তাহাদিগকে টানির নামায়; তাহারা রিপুগণের ভারেতে ডুবিয়া গিয়া পাপৰূপ কদমে গড়াগড়ি দেয়, এবং পশুগণহইতেও আপনাদিগকে জড়বুদ্ধি ও ইন্দ্রিয়বশীভূত করায় ; তাহাঁরা ধৰ্ম্ম ত্যাগ করিতে ইচ্ছা না করিয়াও সৰ্ব্বদা আপনাদিগকে অধাৰ্ম্মিকৰূপে প্রকাশ করে ; এবং সত্যতার পশ্চাদগামী হইতে বাঞ্ছা করিয়াও মিথ্যা চর্চা ত্যাগ করিতে পারে না; মনুষ্যেরা এ সকল কথা শুনিবামাত্র তাহাতে স্বীকৃত হয়। এই ৰূপে খ্ৰীষ্টধৰ্ম্ম দর্পণের ন্যায় মনুষ্যকে আপন প্রতিমূৰ্ত্তি দেখায়, এবং তাহা যে এক জন উত্তম চিত্রকরের হস্তে চিত্রিত হইয়াছে, ইহা সে অস্বীকার করিতে পারে না, তাহাতে সে অমু
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।