&* খ্রীস্টধর্ম পুরীক্ষা । [৫ খণ্ডের মাচার তাহাতে স্পষ্ট লেখা আছে। তাহাতে আরও দেখায় যে মনুষ্য কী ৰূপে মৃত্যু এড়াইয়। জীবন প্রাপ্ত হইবে ; এরং ঐশ্বরিক প্রেমসাগরে স্নান করিয়া শুদ্ধ ও নিম্পাপ এবং দীপ্তিবাসি পবিত্র লোকদের অধিকারের অংশ পাইবার যোগ্য পাত্র হইবে। পবিত্র স্বাত্মা পরামননকারি পাপির বুদ্ধি উত্তজুল করেন, এবং স্বৰ্গসুখ ও নরকের যাতনা দেখাইয়। এক ছাড়াইয়। অন্যকে প্রাপ্ত হইতে শিক্ষা দেন ; এবং তাহাকে বিনতি করিয়া বলেন, এই অবধি তুমি অমর ও দায়ি প্রাণির ন্যায় ব্যবহার কর, এবং আপনার আহবান ও মনোনীত করণ স্থির করিতে যত্ন কর। তিনি মনুষ্যের উপযুক্ত ও গন্তব্য পথ দেখান, এবং এই বৰ্ত্ত'মান কাল পরীক্ষার সময় আছে, কিন্তু পরমেশ্বর যে এক সুখের স্থান নিৰ্ম্মাণ করিয়াছেন, তন্নিমিত্তে প্রস্তুত" হওনার্থে স্বাহাকে শ্ৰম করিতে হয়, ইহা তিনি তাহকে বুঝাইয়া দেন, যেন সে আপনাকে খ্ৰীষ্টদ্বারা . ঈশ্বরের নিকটে সমর্পণ করিলে তাহা নিশ্চয় প্রাপ্ত হয়। যুদ্ধপ দিবসিক খাদ্যের জন্যে শুরু করিতে হয়, তদ্রুপ স্বৰ্গহইতে আইসে ষে লক্ষনৰুপ খাদ্য তাহার কারণ প্রার্থনা করিতে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।