পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ј) о হিন্দুধর্মের পরীক্ষা । [১,খণ্ডের শীতকালের কৃষ্ণপক্ষেতে মরে, তবে সে সুকৰ্ম্মী হইলেও পুনরায় তাহাকে জন্মগ্রহণ করিতে হইবে ; কিন্তু ঘে কোন ব্যক্তি গ্রীষ্মের শুক্লপক্ষেতে মরে, সে দুষ্ট হইলেও মেৰুপদ পাইবে।” এমত ন্যায়ের প্রতি ধিক। অতএব হিন্দুদিগের মত্বানুসারে পরমেশ্বর যে ন্যায়কারী, ইহ ঠাহরাইতে পারা যায় না । ৩ অধ্যায় । পরমেশ্বরের দয়ার বিষয় । পরমেশ্বর দয়ালু হন। (৪ পৃষ্ঠা দেখ।) এই ক্ষণে জিজ্ঞাস্য, ব্ৰহ্মাদি দেবগণের ক্রিয়াতে ও কথাতে এই গুণ প্রকাশ পায় কি না ? * ১ । ব্ৰহ্মা কি দয়াবান ? ব্ৰহ্মা জগতের সৃষ্টি কৰ্ত্তাৰূপে বিখ্যাত হন । অতএৰ তিনি যদি স্রষ্ট বটেন, তবে সংসারের প্রতি ভাস্কার দয়া প্রকাশ করা উচিত হয়। কিন্তু কোন শাস্ত্রে বা পুরাণে র্তাহার এই গুণের চিকুও পাওয়া যায় না । বরঞ্চ সৰ্ব্বত্র লেখা আছে, তিনি স্বার্থপর হইয়া নামা কুকৰ্ম্মেতে সৰ্ব্বদা লিপ্ত থাকিতেন। ইহাতে তিনি আপনার রজোগুণ দশাইলেন।