১৭০ খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। te ter এবং অবিদ্বান ব্যক্তিরা তাহাতে আনন্দ করিতে পারে ; কেননা মহিমাধিকারি প্রভু যীশু খ্ৰীষ্ট নিজে দরিদ্র মনুষ্য ছিলেন, আর হেয়’ ও দরিদ্র লোকদের সহিত বাস ও আলপিাদি করিতেন, এবং তাঁহাদের নিকট সুসমাচার প্রচার করিতে ভাল * বাসিস্টেন । তথাচ দরিদ্রদের সহিত এ ৰূপ ব্যবহার করিলেও তাহাড়ে তাহদের অহ-” স্কার জন্মিতে পারে. নাই; কেননা তিনি কৰ্ত্তা ও শ্ৰেষ্ঠ লোকদিগকে অবজ্ঞা করিতে কদাচ শিক্ষা দিতেন না । অধিকন্তু খ্ৰীষ্টধৰ্ম্ম মহৎ এবং বিদ্বান লোকদের কারণও উপযুক্ত বটে, কেননা তাহারা যদি তাহার নির্ণয় করণে সমস্ত জ্ঞান ও বিদ্যা ব্যয় করেন, তথাচ তাছার মৰ্ম্ম সকল বুঝিতে পারবেন না, বরং যৎপরোনাস্তি অনুসন্ধান করিলেও অপ্রকাশিত অনেক বিষয় দেখিতে পাইবেন। এ ধৰ্ম্মে মুর্থ এবং অবিদ্বান ব্যক্তি আপন ২ ক্ষমতার ইঞ্জযুক্ত অথচ ক্রাণের নিমিত্তে প্রচুর শিক্ষা প্রাপ্ত হয় ; এবং তৎপ্রকাশিত ঈশ্বরীয় জ্ঞানদ্বারাঁমহ২ জ্ঞানি লোকেরাও চমৎকৃত হন। "তে স্থখ উৎপন্ন হয়, শিশুগণও ইছার মধ্যে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।