3 * 8 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । o; [n cજીઃ স্বকৃত পাপ প্রযুক্ত অনুতাপ ও খেদ জন্মে ; এই ৰূপে উদ্ধার পাওয়াতে তাহাদৈর অন্তঃকরণের মধ্যে একেবারে লজ্জা ও কৃতজ্ঞতা উপস্থিত হয়। তাহাদের মন খেদিত ও নম্ৰ হইলে কাম, ক্রোধ, অহঙ্কার, লোড় ইত্যাদি সকলে বশীভূত হয় ; আর তাছারা এই শিক্ষা পায়, যে যিনি আমাদিগকে আহবান * করিয়াছেন, তিনি যেমন পবিত্র তেমনি আমরা পবিত্র ইবার জন্যে তৎকর্তৃক আহূত হইয়াছি। অতএব যে কেহ এই শিক্ষা বুঝিয়া প্রকৃতৰূপে তাহা গ্রহণ করে, সে কি পাপকে ঘৃণা করিবে না? অবশ্যই করিবে ; কেননা সে ঠেকিয়া টের পাইয়াছে যে পাপ কী পৰ্য্যন্ত মন্দ, ও তাহার দণ্ড এমন ভয়ানক, যে স্বর্গ ও পৃথিবীর প্রভু পরমেশ্বর আপনি নরদেহ ধারণ পূৰ্ব্বক্ল বলিদানৰূর্থে উৎসর্গ না হইলে তাহার উপযুক্ত প্রায়শ্চিত্ত জুইত না। ইহা জ্ঞাত হইয়া সে পরামননকারি ব্যক্তি মনে ২ এই বিবেচনা করে; “পাপ এৰূপ চয়ানক ও ঈশ্বরের নিকটে এমত ঘূণা হইলেঞ্চ সে কি আমার পক্ষে উত্তম ও প্রিয় হইমে ইহা কথন হইতে পারে না। বরং
- :s : || 32; 1