২ অধ্যায় ] দেবাদির স্মৰণে পাপবৃদ্ধি হয়। $ 4 A বধ করি নাই, আর কৃষ্ণের ন্যায় কাহাকে অtপনার গুরু হত্যা করিতে উত্তেজনা করি নাই, ধাৰ্ম্মিকগণকে প্রবঞ্চনা ও ভ্রান্ত করি নাই, এবং পাষণ্ডতা ও নাস্তিক মুত প্রচার করি নাই। ইন্দ্রের ন্যায় আমি গুরুপত্নীকে হরণ করি নাই । আমি পাপ করিয়াছি বটে, কিন্তু পুরাণ ও শাস্ত্র অনুসারে তাছা ভারি" বিষয় নয়। যদি কোন সময়ে মিথ্যা বলিয়া থাকি, তাহাতে গোরু ও ব্রাক্ষণদের কিছু উপকার হইয়াছে ; কিম্বা আমার নিজের মঙ্গল হইয়া থাকিবে; আর বিষ্ণুর নাম স্মরণ করাতে আমার সেই পাপ কোথায়? যদি সাংসারিক ব্যাপারে আমি কখন অন্যায় করিয়া থাকি, তথাপি আমার লাভের কিয়দংশ দেবতা গল্পকে দিয়াছি, তাহাতে অবশিষ্ট অংশ পবিত্র হইয়াছে। যদি আমি কৃচিৎ পরদার কী ব্যভিচার করিয়া থাকি, তবে তাহাতে কেবল কৃষ্ণের পথগামী হইয়াছি; দেখ, তিনি মহান প্রযুক্ত তাহার ভো ১৬০০০ রমণী ছিল, অতএব জুমি যদি চারি বা পাচট রাখি । তাতে আমার দোষ কী? বোধ ছয় আমি অধিক পাপ করি নাই ; কিন্তু সে যাহা হউক, ষে সকল পাপ কোন সময়ে আমাতে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।