খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । [৫ খণ্ডের سيا و لا সংলগ্ন হইয়া থাকে তাহ গঙ্গাতে স্নান করিলে ধৌত হইয়া যাইবে ; এবং কিছু দানাদি পুণ্য কৰ্ম্ম করিলে দেবতাদের কোন এক স্বর্গে অবশু একটি স্থানপাইব। পরন্তু যদিও আমাকে পাপেতেই মরিতে হয়, তাহাতে কেন ভয় করিব? শাস্ত্রে বলে, স্থলে বিষ্ণু জলে বিষ্ণু; এই সমুদয় জগৎই বিষ্ণু। আমাতে ষে কথা কহে সেও তিনি; তবে কাহাকে নিকাশ দিতে ডাকিৰেন? ও কাহাকে বা নরকে নিক্ষেপ করিয়া পাপের দণ্ড দিবেন? কি আপনাকে ? হ২ ! তবে আমিই কেন পাপ করিতে ভয় করিব, ও তাহার জন্যে খেতি হইব ? পাপ পুণ্যদ্বারা এই শরীর নিৰ্ম্মিত হইয়াছে; আর ষে কিছু করি তাহা অদৃষ্টানুসারে করি, সেই অদৃষ্টের অধীন ব্ৰহ্মাদি দেব সকলও আছেন, তবে আমি কী ছার ? তাছু পরিবর্ত করতে.আমার সাধ্য নাই, এবং ইচ্ছাও নাই, তবে যাহা হইবার তাহা হউক।” এই ৰূপ । মিথ্যা তর্ক করত হিস্থ লোক আপন পাপের বোঝা মস্তকে লইয়া কাল কাটায়, এবং তাহার বিবেক ও অন্তঃকরণ অশুদ্ধ থাকে, তাহাতে মে নিরাশ হইয়। পরামনন কারবার শক্তি ও উপায়
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।