পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] ব্ৰহ্ম বিষ্ণু ও শিব নির্দয় । ඵ් V ২। বিষ্ণু কি দয়াবান ? বিষ্ণুকে জগতের পালনকৰ্ত্ত বলা যায়। কিন্তু আলোচনা করিলে জানা যাইতেছে, যে তিনি কেবল দেবতা এবং গো ব্ৰাহ্মণের রক্ষাকৰ্ত্তা ছিলেন, আর কাহারো নহেন। দেখ, বিষ্ণু দীনহীন পাপিদিগের বাচিবার নিমিত্ত্বে কিছু উপায় করিলেন না, বরঞ্চ ইহাই কহিঁতেন, “যে ব্যক্তি যেমত কৰ্ম্ম করিবে, সে সেই মত ফল পাইবে।” আর তিনি তাহাদিগকে সেই ছৰ্দ্দশাতে ছাড়িয়া গেলেন। পুনশ্চ পূৰ্ব্বোক্ত যে অমুর তাহার প্রতিজ্ঞানুসারে অমৃত পান করিতে গেল, বিষ্ণু নিৰ্দ্দয়ৰূপে তাহার প্রাণ নষ্ট করিলেন.। ৩ । শিব কি দয়াবান ? শিব জগতের সংহারকর্তা বলিয়া বিখ্যাত হন; তাহাতে দয়া কী প্রকারে ঠাহরান যাইবে? বরঞ্চ র্তাহার নির্দয়ত তাহার তাবৎ চরিত্রদ্বারা প্রকাশ পায়। দেখ, তিনি আপন সন্তানদিগের তত্ত্বাবধারণ না করিয়া ক্ষুধায় মারিলেন। আর র্তাহার পুত্র গণেশের মস্তক শনির দৃষ্টিদ্বারা ভস্ম হইলে তিনি তাহার কিছু সহায়তা করিলেন না। পুনশ্চ, পদ্মপুরাণে লেখা আছে, যে শিব আপনি