佩 t : ২ অধ্যায়।] মহম্মদী দীন হিন্দুধর্মের মতন। ১৭৯ মুসলমানদের মতানুসারেও পাপির পরামনন করা অসাধ্য। - ঈশ্বরের এবং তাঙ্গর ব্যবস্থার সত্যতা ও পবিত্রতা, ও মনুষ্যগণের পাপিষ্ঠতা, এবং পাপের দণ্ড, এ সকূল বিষয় তাহাদের ধৰ্ম্মে উপযুক্তৰূপে প্রকাশিত হয় না। তাহাতে কেবল এই প্রকার বিধি দেয়, খোদা ও নবীগণের উপর ঈমান রাখ, দিবসের মধ্যে পাচ বার নমাজ পড়, রোজা রাখ, ও খয়রাৎ, কর, মদ ও শূকরের মাংস খাইও না, আর একেবারে চারি স্ত্রীর অধিক বিবাহ করিও না, কিন্তু যত ইচ্ছা তত বাদী রাখিতে পারিব। ইহা ছাড়া যদি মুসলমানেরা মক্কাতে হজ করে, এবং ধৰ্ম্ম যুদ্ধে প্ৰবৰ্ত্ত হইয়া এক জন অবিশ্বাসিকে বধ করে, কিম্বা কা: হকে মহম্মদীয় দীনে আনে, তবে আরো ভাল ; তাহা হইলে তাহদের নজাৎ প্রাপণের বিষয়ে কোন সন্দেহ থাকে না। অল্প মুসলমান ধৰ্ম্মে এই ২ শিক্ষাও দেয়, যে নসীৰ (অর্থাৎ অদৃষ্ট) অটল আছে; এবং ঈশ্বর মনুষকে দুৰ্বল, অম্পবুদ্ধি, ও দুঃসাহসৰূপে সৃষ্টি করিয়াছেন; বরঞ্চ তিনি পাপেরও উৎপাদক হন। আফসোষ! এই সকল শিক্ষার মধ্যে পরামননের স্থান কোথায়
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।