পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টধর্মপরীক্ষা । {৫ খণ্ডের অর্থাৎ তাহারা আপন ২ শাস্ত্রের ব্যবস্থা পালন করে কি লঙ্ঘন করে ইছা বিচার না করিয়া ঐ সকল শাস্ত্র সত্য কি ন কেবল ইহাই মীমাংসা করিয়াছি। তেমনি খ্ৰীষ্টিয়ানদের চরিত্র পরীক্ষা নয়, কিন্তু তাছাদের ধৰ্ম্মের পরীক্ষা এই পুস্তকে করিয়াছি। এখন আমরা অতিশয় শ্রম ও চিন্তাপূৰ্ব্বক এই পুস্তক লিখিয়া শেষ কুরিতেছি; ইহাতে ঈশ্বরের সত্য সেবকদের নয়, কিন্তু তাকার দত্ত পুস্তক, এবং তিনি মনুষ্যের জন্যে স্থাপন করিয়াছেন যে ধৰ্ম্ম তাহার নিৰূপণ করিয়াছি । অতএব সেই ধৰ্ম্ম পাষ্টয়া আমরা যদি মান্য না করি, তবে নিশ্চয় বিনাশযোগ্য হইব। খ্ৰীষ্টিয়ানের প্রায় আপনাদের ধৰ্ম্মাম্বুসারে চলে না, ইহা সত্য বটে ; কিন্তু বিবেচনা করিতে গেলে ইহাতেই খ্রীষ্টধৰ্ম্মেৱ মিথ্যাত্র নয়, বরঞ্চ তাছার সত্যতা দৃঢ়ৰূপে সাব্যস্ত হইতেছে ; কারণ ধৰ্ম্মপুস্তক যদি খ্ৰীষ্টিয়ানদের কপিত इरेड তবে তল্লিখিত উপদেশ সকল তাহাদের অহঙ্কার, ও লোভকে প্রতিরোধ করিত না, আর তাহাতে পাপ ভয়ানকৰূপে দশাইয়া তজ্জন্য তাহাদিগকে দোষি করিত না; বিশেষতঃ খ্ৰীষ্টিয়ানেরা যে সকল আজ্ঞা পালন না করে, তাহা তাহারা