২ অধ্যায় ।] সংখ্ৰীষ্টিয়ান অনেক হয় । Hషి তন্মধ্যে কখন লিখিত না। ফলতঃ মনুষ্য যে সম্পূর্ণৰূপে পবিত্র হয়, এই ধৰ্ম্মপুস্তকের মুল অভিপ্রার ; ইহাতে নিশ্চয় জানা যায় যে কোন মনুষ্যই তাহার রচক নহে; কিন্তু পুবিত্রময় ঈশ্বর তাঙ্গ দিয়াছেন ; কারণ কোন বস্তু আপনু নিৰ্ম্মাণকৰ্ত্তাহইতে উত্তম হইতে পারে না। , - সে যাহা হউক, খদ্যপি সকল খ্ৰীষ্টিয়ানেরা খ্ৰীষ্টধৰ্ম্মানুসারে না চলে, তথাচ পৃথিবীস্থ অন্যান্য মতাবলম্বিদের অপেক্ষ তাহাদের মধ্যে ঈশ্বর ও মনুষ্যের প্রেমকারি অধিক লোক দেখা যাইতেছে, ইহাতে কোন সন্দেহ নাই। দেখ, পরের মঙ্গলার্থে খ্ৰীষ্টিয়ানদের মত আর কোন লোকেরা শ্ৰম.ও অর্থব্যয় করিয়া থাকে? খ্ৰীষ্টিয়ামদের মধ্যে যাদৃশু সত্যতা ও ন্যায্য প্রবল আছে, তাদৃশ আর কোন লোকদের মধ্যে হয়? তাহাদের মধ্যে অনেকে ধাৰ্ম্মিক, পবিত্র, এবং দয়ালু হইয়া দুঃখি ও দারদ্রদিগকে প্রচুরন্ধপে দান করিয়া থাকে: এবং অন্য দেশীয় লোকদের উপকাৰুখে আত্যন্তিক ছশ্ব ও পরিশ্রম স্বীকার করত সমুদয় জগতে ভ্রমণ করে, ও বিদ্যা প্রদান ও শারিরীক দুঃখ নিবারণ করিবার নিমিত্তে এবং দেশে ২ ঈশ্বরৰিষয়ক
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।