•. . . . ২ অধ্যায়। খ্ৰীষ্টধর্মে সদ্ধর্মের তাৰং লক্ষণ আছে । ১১১ মিথ্যা ধৰ্ম্মে আসক্ত হইয়া থাকিও না ; কিন্তু আপনাদের স্রষ্টা প্রভু, ও ত্রাণকৰ্ত্তাকে মান্য করিয়া পরিত্রাণ প্রাপ্ত হইবার জন্যে যত্নবান হও । যদ্যপিও ধন ও প্রাণ যুয়, তথাচ ঈশ্বরকে বিরক্ত করিও না, এবং পরকালের বিষয়ে বিস্মৃত इट्रे ७ ब ।। - - يسه ۔ শেষ কথা । সত্যধৰ্ম্মে এই তিন বিষয় আবশ্বক আছে, যথা; প্রথম। সদ্ধৰ্ম্ম পালন করিলে মনুষ্যের শারীরিক উপকার হইবে। w দ্বিতীয়। তাছাতে মনুষ্যের পরিমার্থিক মঙ্গলুও হইবে । .তৃতীয় । তাঙ্গ মনুষ্যের অবস্থার যোগ্য হইবে। . খ্ৰীষ্টধৰ্ম্মেতে যে এই সকল লক্ষণ পাওয়া যায়, ইহা সপ্রমাণ হইয়াছে। কিন্তু আর কোন ধৰ্ম্মে এ সকল পাওয়া যাইতে পারে? যে ধৰ্ম্মে গ্রীষ্মকালে পঞ্চতপা' করা, ও শীতকার্লে গলা পৰ্য্যন্ত শীতল জলে মগ্ন থাকা, ও উৰ্দ্ধবাহু হওয়া ও এক পায়ে দাড়াইরা থাকা ইত্যাদি কঠিন ব্ৰত তপস্যা প্রভৃতি অসহ্য কৰ্ম্ম করিতে বলে ; আর যাহাতে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।