পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$షి খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। [৫ খণ্ডের এই শিক্ষা দেয়, যে মনুষ্যের শরীর তাহার কারাগার ও পরম শত্ৰুস্বৰূপ : 'এবং প্রকৃত সুখ কেবল শরীরের বিনাশে হয় ; এমত ধৰ্ম্ম কি মনুষ্যের শারীরিক মঙ্গল উৎপন্ন করিতে পারে? অথবা ষে ধৰ্ম্মে আপন শাগেরদদিগকে কাফরদের সহিত বেঈমান প্রযুক্ত লড়াই আর তরবালদ্বারা আপন মত বিস্তার করিত্রে আজ্ঞা দেয়, ও লুঠের জিনীসকে ন্যায়লব্ধ রলে, এবং যুদ্ধে ধৃত স্ত্রীগণকে উপপত্নী করিয়া রাখিতে অনুমতি দেয় ; এমত ধৰ্ম্মে কি মানুষের শারীরিক ও পারমার্থিক মঙ্গল হইতে পারে? পুনশ্চ বলি, যে ধৰ্ম্মে স্বীয় মতাবলম্বিদিগকে প্রতিহিংস ও অহঙ্কার করিতে শিক্ষা দেয়, ও অন্য মন্ডের অথচ নাচ জাতি লোক সকলকে তুচ্ছ ও নিন্দ করতে উত্তেজনা করে, এবং এমত শিক্ষ্ম দেয় যে মনুষ্যগণ আপন ২ কৰ্ম্মম্বার। ত্রাশ পাইবে, আরু অদৃষ্ট তাহদের উপর কর্তৃত্ব করে, এবং পাপপুণ্য উভয় ঈশ্বরহইতে হয়, তাহ কেবল নয়, বরং যে ব্যক্তি আপনাকে ব্ৰহ্ম জানে সে নিজেই ঈশ্বর হয় ; এমত ধৰ্ম্ম কি মনুয্যের পারুমার্থিক ও মানসিক লাভের পক্ষে হিতদায়ক হইতে পারে? তাহাতে কি তাহার দুঃখের সময়ে