১ অধ্যায় ] পাঠকবগের-প্রতি শেষ নিবেদন । : | একান্ত ইচ্ছা করে, তাহাদিগকে নিত্য নমমনা, সতর্ক, ও প্রার্থনীয় নিযুক্ত হইতে হয়। হে পরমেশ্বর ভূমি আপন অসীম দয়াতে তাৰহু,মনুয্যের চক্ষু খুলিয় দেও, ও প্রতিবাদকদের মুখ বদ্ধ কর, যেন তাহার। আপনাদিগকে তোমার দৃষ্টিতে পাপি জানির বিশ্বাসদ্বারা খ্রীষ্টের স্মরণ লইয়া ধাৰ্ম্মিকৰূপে গণ্য এবং তোমার নিকটে গ্রাহ হয় । হে প্রিয় পাঠকবর্গ, মনুষ্য যদি স্বকৃত পাপ প্রযুক্ত খেদিত হইয়া আপন দুর্বলতা ও আপদ বিপদ বিষয়ে বিবেচনা করে, তবে সে এই ধৰ্ম্মের উত্তমতা বুঝিতে পরিবে। তোমরা আপনাদিগকে পাপেতে পীড়িত বুঝিয় যখন ঘূণাপুৰ্ব্বক তাহাহইতে ফির, তখন খ্ৰীষ্টধৰ্ম্ম তোমাদের নিকটে গ্রহণীয় হইবে। যৎকালে সৃষ্টিকৰ্ত্তাকে জানিতে ও তাহার সহিত মেল করিতে তোমাদের একান্ত ইচ্ছা হয়, তৎকালে তোমরা জনিতে সক্ষম হইবা, যে ঐ ধৰ্ম্মে বহুমূল্য উপকার প্রদান করে । অতএব ধৰ্ম্মপুস্তকৰূপ দর্পণে আপুর্নাদিগকে পাপি দেখিয়া পরামনন করু; আর যীশু খ্রীষ্টেতে ঈশ্বরের যে মহিমা প্রকাশিত হইয়াছে, তাহার প্রতি নিরীক্ষণ করিয়। অনবরত প্রার্থনা ও ধfান কর; s 3
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।