t
- >bア খ্রীষ্টধর্ম স্থরীক্ষা । {৫ খণ্ডের
তাহাতে তোমরা উত্তরোত্তর পবিত্র হইয়া উঠিবা ; অবশেষে তাহার সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হইলে তোমরা স্বর্গে নীত হইয়া চিরকাল প্রভুর সঙ্গে বাস করিব । হে ভ্রাতৃগণু ! মনুষ্যের মন যদি ঈশ্বরের মন্দিরস্বৰূপ হয়, তবে, তোমাদের অন্তঃকরণ মায়া, মোহ, মাৎসৰ্য্য, অহঙ্কার, লোভ প্রভৃতুি সৰ্ব্বপ্রকার পাপৰূপ ময়লা ও বিষ্ঠাতে কি পূর্ণ আছে? হায় ২ যদি এমন হয়, তবে তাহ বড়ই দুঃখের বিষয়। হে ভ্রাতৃগণ ; তোমরা যদি আপন ২ বাটী পরিষ্কার রাখিতে সাবধান থাক, তবে কি ঈশ্বরের মন্দির পরিষ্কার রাখিতে যত্ন করিব না? এ ৰূপ শৈথিল্যকে সকল ধৰ্ম্মে দোষ করে। অতএব পাপনিদ্রাহইতে জাগ্রৎ হইয়া আপনাদের মনোৰূপ মন্দির পশ্লিষ্কাবু কর; কেননা ঈশ্বর তোমাদের কর্তৃক নিমন্ত্রিত হইবার জন্যে অপেক্ষা করিতেছেন। দেখ, কত ২ মহান ও পরাক্রান্ত লোক পুৰ্ব্বে এই জগতের মধ্যে ছিল ! এখন তাহাদের অবশিষ্ট কী আছে? কেবল ধূলার রাশি দেখিতে পাইতেছি। তাঁহাদের ধন, মান, অনুচর, সজ্জা, এবং সঙ্গিগণ সকলেই তাহাদিগকে ত্যাগ করি