পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] রাম ও কৃষ্ণ নিৰ্দ্দয় । こ)○ ৫ । কষঃ কি দয়াবান ? কৃষ্ণের বিষয়ে লেখা আছে যে তিনি কংস রাজার ধোবণকে বিনা অপরাধে বধ করিলেন ; আর মহাভারতে যে ভারি যুদ্ধের বর্ণনা আছে, তাহার কারণ কেবল তিনিই ছিলেন। সেই যুদ্ধে তিনি লক্ষ ২ মনুষ্যকে কাট্রাইয়া কত দেশের সৰ্ব্বনাশ করাইলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেতে যখন কর্ণের রথের চাকা চোরা বালিতে বসিয়া গেল, তখন অৰ্জ্জুন তাহাকে মারিতে মনস্থ করিলে কৰ্ণ চেচাইয়া কহিলেন, “ হে অৰ্জ্জুন ! এমত আৰ্ত্ত সময়ে প্রাণে মারা ক্ষত্রিয়ের ধৰ্ম্ম নহে।” ইহা শুনির অর্জন ক্ষান্ত হইলেন ;. কিন্তু কৃষ্ণ র্তাহাকে কুমন্ত্রণা দিয়া কর্ণকে বধ করাইলেন। আরও তিনি আপন মামান্ত ভাই শিশুপালকে কেবল গালি দেওন প্রযুক্ত বধ করিলেন ; এবং আপন তাবৎ কুটুম্বের মুক্তির প্রতিবন্ধক হইয়া তাহাদের বিনষ্ট হইবার কারণ হইলেন। অতএব জ্ঞানান্ধ ব্যক্তি ব্যতিরেকে কেহই কৃষ্ণকে দয়ালু করিয়া বুঝিবে না। উক্ত সকল কথা সত্য হইলে পরমেশ্বর যে দয়াবান ইহা হিন্দুধৰ্ম্মানুসারে প্রামাণ্য হয় না।