পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○8 হিন্দুধর্মের পরীক্ষা। [w খণ্ডের ৪ অধ্যায় । পরমেশ্বরের সর্বজ্ঞতার বিষয় । পরমেশ্বর অন্তর্যামী ও সৰ্ব্বজ্ঞ আছেন। পরস্তু ত্রিদেব, এবং রামকৃষ্ণের ক্রিয়াদ্বারা জানা যাইতেছে যে এই গুণগু, তাহাদিগেতেও নাই। তাল বিশেষৰূপে বর্ণনার কিছু আবশ্ন্যক হয় না, কিন্তু হিন্দুগণকে বুঝাইবার নিমিত্তে এতদ্বিষয়েও যৎকিঞ্চিৎ লেখা যাইতেছে। ১। ত্রিদেব কি সৰ্বজ্ঞ? দেখ, স্কন্দ পুরাণেতে লেখা আছে, যখন মুনির শাপে শিবের পুরুন চিত্ন খসিয়া পড়িল, তখুন স্কে এমত বাড়িয়া উঠিল যে তাবৎ পৃথিবী আর আকুশকে পরিপূর্ণ করিল, তাহাতে ব্ৰহ্মা এবং বিষ্ণুও, তাহার সীমাকে জানিতে পারলেন না। শেষে তাহদের এক জন পাতালে আর এক জন আকাশে গিয়াও কেহই তাহার অন্ত পাইলেন না। ঐ পুরাণের অন্য স্থানে লেখা আছে, যে সমুদ্র মন্থন সময়ে যখন এক জন অস্থর অমৃত পান করিতেছিল, তখন যে পর্য্যন্ত সুৰ্য্য ও চন্দ্র বিষ্ণুকে তাহার সমাচার না দিল, সেই পৰ্য্যন্ত