ඵ් V হিন্দুধর্মের পরীক্ষা। [১ খণ্ডের হাদের ভক্তগণকর্তৃক বেদ শাস্ত্র ও পুরাণ সকল রচিত হইয়াছে। বিশেষতঃ অনেকে কহে, ব্ৰহ্মা আপন চারি মুখহইতে চারি বেদ প্রচার করিয়াছিলেন। ঐ সকল পুস্তকে স্বর্গ ও পৃথিবী এবং স্থাবরাদি সৃষ্ট ৰস্তুর যথার্থ অবস্থার বিরুদ্ধে অনেক কথা আছে, তাহাতে নিশ্চয় বোধ হয় যে সৰ্ব্বজ্ঞ পরমেশ্বর সে সকলের কৰ্ত্তা নহেন । এই পুস্তকের দ্বিতীয় খণ্ডে ইহার বর্ণন বিস্তারিত ৰূপে করা যাইবে। . ২ । রাম ও কৃষ্ণ কি সৰ্বজ্ঞ ? রামেতেও এই গুণ পাওয়া যায় না। দেখ, বাল্মীকি রামায়ণের আরণ্য কাণ্ডে লেখা আছে, তিনি যখন দণ্ডকারণ্যেতে গেলেন, তখন অগস্ত মুনির আশ্রম কোথায় ইহা আপনি জানিতে পারেন নাই, এই নিমিত্তে সুতক্ষাকে জিজ্ঞাসা করিলেন । পুনশ্চ যখন রাবণ সীতাকে হরণ করিয়া লইয়া গেল, তখন র্তাহাকে কে বা কোথায় লইয়া গিয়াছে, ইহাও তিনি জানিতে পারিলেন না। শেষে হনুমান আসিয়া তাহাকে সীতার সমাচার দিলে তিনি আপন স্ত্রীর সচ্চরিত্র বিষয়ে অজ্ঞ হইs য়া চিন্তা করিতে লাগিলেন, সীতা আপন সতীত্ব
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।