১ অধ্যয় ] রাম ও কৃষ্ণ সৰ্ব্বশক্তিমান নহেন। 8 G. ক্রিয়াতে বড় সন্দেহ জন্মে ; কেননা পরমেশ্বর কেবল কখন ২ নয়, কিন্তু সৰ্ব্বকালেই সৰ্ব্বশক্তিমান হন । পুনশ্চ, যখন কৃষ্ণ জ্বরাসন্ধর সহিত যুদ্ধে পরাস্ত হইয়া আপন প্রাণ লইয়া পলায়ন করিলেন, তখন তাহার সর্বসামর্থ্য কোথায় রছিল? আর তিনি সমুদয় শক্তি প্রকাশিয়া আপন পরম বন্ধু ভীমসেনের সহিত যুদ্ধ করিয়া দণ্ডি রাজার ঘোটকীকে কাড়িয়া লইতে গেলেন, কিন্তু কিছুই করিতে পারিলেন না। আর যখন পাণ্ডবগণ মহাবীর দ্রোণাচাৰ্য্যকে জয় করিতে অশক্ত হইল, তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে মিথ্যা কথা কহাইলেন। লেখা আছে, দ্রোণাচার্যের পুত্রের নাম অশ্বথামা, এবং তৎসৈন্যের এক প্রসিদ্ধ হস্তিয়ও নাম অশ্বথাম ছিল; সেই হস্তি যুদ্ধে হত হক্টলেকৃষ্ণ যুধিষ্ঠিরকে আজ্ঞা করিলেন, তুমি যাইয়া দ্রোণাচাৰ্য্যকে কহ, অশ্বথামা হত হইল। জ্ঞাহাতে যুধিষ্ঠির দ্রোণাচাৰ্য্যকে কছিলেন, “অশ্বথামা হত (ইতি গজ);” কিন্তু “ ইতি গজ ” এই দুই শব্দ অতি মৃদুস্বরে কহিলে দ্রোণাচার্য তাহা শুনিতে পাইলেন না, এ জন্য আপন পুত্রেরই মৃত্যু জ্ঞান করিয়া শোকেতে মুছাপন্ন হুইয়া পড়ি
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।