হিন্দুধর্ম পরীক্ষা। [ম খণ্ডের سیا 8 দেবতাগণ ব্ৰহ্মাকে দলপতি করিয়া বিষ্ণুকে অবতার হওনার্থে বিনতি করিতে গেলেন, তখন বিষ্ণু স্বীয় মস্তকহইতে একটি কৃষ্ণবর্ণ ও একটি শুক্লবৰ্ণ কেশ ছিড়িয়া বলিলেন ; এই শ্বেত চুলটি বলরাম ও কৃষ্ণবর্ণ চুল কৃষ্ণ হইবে, তাহারাই পৃথিবীর ভার হরণ করবে। পরে, ঐ দুই কেশ কৃষ্ণ ও বলরাম হওয়াতে র্তাহাদের মধ্যে অত্যন্ত বিবাদ উপস্থিত হইল ; এক সময়ে কৃষ্ণ কহিলেন, আমার ভাই বলরাম বড় মাতাল ও জুয়ারী, তাহার নিকটে বিশ্বাসপূর্বক রত্ন সমর্পণ করা ভাল নহে। অপর পদ্মপুরাণে লেখে, “ব্ৰহ্মা অহঙ্কার এবং শিৰ কামুক, কেবল-বিষ্ণুই পবিত্র।” ব্ৰহ্মা ও শির ঐ দোষের দোষী বটে ; কিন্তু বিষ্ণুও যে কামুক, ইহার প্রমাণ পূৰ্ব্বে (২১ পৃষ্ঠে) অর্থাৎ ঈশ্বরের পবিত্রতা বিষয়ক প্রকরণে লেখা আছে । অতএব এই সকল কথাতে নিসন্দেহে জানা যাইতেছে, যে ঐ পাচ দেবের মধ্যে এক জনও সৰ্ব্বশক্তিমান নহেন । পরস্তু যদি তাহারা সৰ্ব্বশক্তিমান না হন, তবে তেজস্বিদের কিছু দোষ নাই, এ কথা এখন কোথায় রছিল ?
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।