পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায়। ] ব্ৰহ্মাদি দেব সকল এক নহেন । 8 -) ৭ অধ্যায় । পরমেশ্বরের একত্রে বিষয়। একোবুহ্ম দ্বিতীয়ে নাস্তি। অদ্বিতীয় এক গরমেশ্বর আছেন। এই কথার প্রমাণস্থচক আরও অনেক কথা বেদ ও শাস্ত্র সকুলেতে লেখা আছে, কিন্তু তাহী এখানে উল্লেখ করিবার প্রয়োজন নাই ; কেননা পণ্ডিত কি মুর্থ কোন হিন্দুলোরু ইহাতে বাদানুবাদ করে না । কিন্তু এই কথা যদি সত্য হয়, তবে ব্ৰহ্মাদি দেব" দেবী সকল পরমেশ্বর হইতে পারেন না ; কেননা তাহাদের আচার ব্যবহারদ্বারা নিশ্চয় জানা যাইতেছে, যে তাহারা এক না হইয়া অনেক ও পৃথক ২ ব্যক্তি ছিলেন। এতুদ্ধি: ষয়ে ব্ৰজমোহন দেবের কৃত গ্রন্থহইতে এক প্রসঙ্গ উল্লেখ করা যাইতেছে; পাঠক মহাশয়েরা মনোযোগ পূর্বক পড়িয়া বিচার করুন। “ ঐ সকল দেবতার পৃথক ২ শরীর ও পৃথক ২ বাসস্থান ও পৃথক ২ স্ত্রী পুত্ৰ থাকিয়, এবণ পৃথক চেষ্টা ও কামক্রোধাদি ভাব থাকিয়াও, পরল্পর যুদ্ধ এবণ সন্ধি করিয়াও যদি তাহারা এক হইতে পারিলেন, তবে ঘট পট মনুষ্য প্রভৃতি তাবৎ জগৎ এক কেন না হউক ?