পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e ণ অধ্যায়।] পরমেশ্বরের একতের বিষয় । Go ? হিন্দুধৰ্ম্মানুসারে ঈশ্বর এক মাত্র আছেন, তাহা কেবল নয়, বরং ঈশ্বর ভিন্ন আর কেহই নাই, যথা ; - সৰ্ব্বণ বিষ্ণুময়ণ জগৎ । অর্থাৎ “ সকল জগৎ বিষ্ণুময় ईट् ।।' - আর হিন্দু সকল এই কথাগু, বলে, “যিনি কহিতেছেন, তিনিই ঈশ্নর।” এখন বিবেচনা করা কৰ্ত্তব্য, যে এই প্রকার কথাতে কোটি ২ সন্দেহ, জন্মে ৭ কেননা কথা কহিতেছি যে আমি, আমি যদি ঈশ্বর হই, তবে ঈশ্বর সকলেতে আছেন, এ কথা কাহার বিষয়ে বলিতেছি? কি আপনার বিষয়ে- আমি সকলেতে আছি, এই কথাতে কী জানা যাইবে ? এ কেমন কথা! পণ্ডিত লোকের ইহার উত্তর ট্রিয়L থাকেন, যে ঈশ্বর সকলেতে আছেন বটে, পরন্তু তিনি মায়ার বশীভূত হইয় আপনাকে ভুলিয়৷ যান ; পরে যখন জপ তপ করিয়া মায়াহইতে মুক্ত হন, তখন তিনি আপনাকে আর সকল বস্তুকে ব্ৰহ্ম কুরিয়া জানেন। অতএব পণ্ডিত মহাশয়দিগকে এখন এই জিজ্ঞাসা করিতেছি, যদি ঈশ্বর মায়ার বশতাপন্ন হন, তবে তাহার সর্ব

  • r o

F 2.