> ૭૫૬) 1s J সৃষ্টি? উৎপত্তিয় বিষয় । や ぬ ও জল ও মহাভূতাদিতে সূক্ষ্ম রূপে সত্যুক্ত শব্দাদিকে উৎপন্ন করিলেন ; আর সকলের নাম ও কৰ্ম্ম পৃথক ২ করিয়া দিলেন | আর যজ্ঞ সিদ্ধ করিবার নিমিত্তে আমি বায়ু ও সূর্য্য, এই তিনহইতে খক, যজুঃ সাম তুিন বেদকে সৃজিলেন ; আর কাল ও তাহার বিভাগ ও নক্ষত্র গ্রহ ইত্যাদিকে সৃষ্টি করিলেন। পুনশ্চ তপস্যা ও বাণী ও রতি আর কাম ক্রোধ ইত্যাদি, এব^ সূখ ও দুঃথকে উৎপুন্ন করিলেন । আর যেন মনুষ্যের ব^শ বৃদ্ধি হয়, এজন্য তিনি আপনার মুখ হস্ত জঞ্জা এবণ পাহইতে চারি বর্ণের উৎপত্তি করিলেন । আনন্তর তিনি আপন শরীরকে দ্বিখণ্ড করিয়া অন্ধেককে পুরুষ আর আদ্ধেককে স্ত্রী করুত বিরাট পুরুষকে উৎপন্ন করিলেন। তাহার পর দশ জন মহাঋষি, অর্থাৎ প্রজাপতি রূপে র্যাহার খ্যাত হইয়াছেন, তাহাদিগকে উৎপন্ন করিলেন ; যথা, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ্য, পুলহ, ক্রতু, প্রেচেতাঃ, বশিষ্ঠ, ভূপ্ত, এবং নারদ । পুনশ্চ সাত জন মনু, আর দেবতা সকল, ও ঋষি, যক্ষ, রাক্ষস" গন্ধৰ্ব্ব, কিন্নর, অপসরণ, পিশাচ, অসুর, নাগ, সূপর্ণ পিতৃলোক, বিদ্যুৎ, বজু, মেঘ, আর নানা পশু পক্ষি, এবদ। কীট পতঙ্গ প্রভৃতিকে উৎপন্ন করিলেন।” ৬। কুৰ্ম্ম পুরাণে সৃষ্টির বিষয়ে এই ৰূপ বর্ণনা আছে। অহ^ নারায়ণে দেবঃ পূৰ্ব্বমাস^নমে পূরণ । উপাস্য বিপুলাম নিদ্রা ভোগিশয্যাণ সমাশ্রিতঃ ॥ ততো মে সহসোৎপন্নঃ প্রসাদামুনিপুঙ্গৰা । চতুর্মুখস্তুত্বে জাতে ব্ৰহ্মা লোকপিতামহঃ ॥
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।