১ অধ্যM ) সুষ্টির উৎপত্তির বিষয় ○○ তাহাতে তিনি পরম তপস্যা করিতে লাগিলেন ; কিন্তু বহু কাল পর্য্যন্ত তপস্যা করিয়া ও তাহার কোন ফল না দেখিয়া ব্ৰহ্মার মনে ৰূড় ক্রোধ হইয়া উঠিল, আর ক্রোসহেতু নেত্ৰহইতে বিন্দু ২ জল পড়িতে লাগিল । তথন ভ্ৰদ্ধয় বক্র করিলে তাহাহইতে মহাদেৰ উৎপন্ন হষ্টলেন ; তিনি নীল ও লোচিত বর্ণ। পরে ব্রহ্মা তাহাকে নানা সৃষ্টি রচনা করিবার অনুমতি করিলেন।” পুনশ্চ সেই স্থানে লেখা আছে, “মহাদেব সৃষ্টি করিবার সময়ে অনেক ভূত প্রেত পিশাচ ইত্যাদি উৎপন্ন করিলেন । তাহারণ উৎপন্ন হইবামাত্র স^সারকে গ্রাস করিতে লাগিল, ব্ৰহ্মা তাহ দেখিয়া বড় বিস্মিত হইয়। মহাদেবকে বলিলেন ; অল৭ প্রাজাভিঃ সৃষ্টাভি রৗদৃশৗভিঃ । অর্থাৎ “ এমত সৃষ্টি রচনাহইতে তুমি ক্লান্ত হও ।” ৭। কোন ২ শাস্ত্রদ্বারা জানা যাইতেছে যে কালী প্রভৃতি অন্যান্য সৃজন কৰ্ত্ত হন। যথা লিখিত আছে, কালী কহেন, “আমি আঁদ্যোশক্তি হইয়া বীজ হই, আর বীজের শক্তি হইয়া শিব, আর শিবের শক্তি হইয়া বিষ্ণু, আর বিষ্ণুর শক্তি হইয়। তাবৎ সৃষ্ট আমিই হই ।” অন্য কোন স্থানে লেখা আছে যে আদ্যাশক্তি কালী তিন অণ্ড নিৰ্ম্মাণ করিলেন, ঐ তিনহইতে ব্ৰহ্মা, বিষ্ণু মহেশ জন্মিলেন। আর কোন শাস্ত্রে লেখা আছে, ষে পৃথিবী মধু ও কৈটভের দেহদ্বারা নির্মাণ হইয়াছে। কাশীখণ্ডে লেখে, প্রকৃতি সকলের সৃষ্টি কত্রী হন, আর G 2
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।