২ অধ্যায় ।] দেবতাদের উৎপত্তির বিষয় । ❖ ዓ দেবতাদের উৎপত্তির বিষয়েও ঐ সকল শাস্ত্রে বিরুদ্ধত হয় । কোন পুরাণেতে লিখিয়াছে, আদ্য শক্তি দেবীহইতে ব্ৰহ্মা' বিষ্ণু शिद ७ड़े डिब ८मবতা উৎপন্ন হইয়াছেন, আর তিনি ঐ তিনদ্বারা মোহিত হইয়া সকলকেই ভোগ করিলেন।. শ্ৰীভাগবত এবং অন্যান্য পুরাণেতে লেখা আছে, - বিষ্ণুর নাভিছইত্তে এক পদ্ম নির্গত হইল, আর তাঙ্গতে ব্ৰহ্মা উৎপন্ন হইলেন । অন্য পুরাণে লেখা আছে, আদ্যশক্তি দেবীহইতে এক বীজ উৎপন্ন হইল, ঐ বীজহইতে বিষ্ণুর পিতা শিব নিৰ্গত হইলেন। পরন্তু মৎস্য পুরাণে লেখা আছে, যে ব্ৰহ্মাহইতে শিব উৎপন্ন হইয়াছেন । যথা ; ততো সৃজৎ বামদেবণ ত্রিশুলবরধারিণ^ । অর্থাৎ “ তৎপশ্চাৎ ব্রহ্মা ত্রিশূলধারি বামদেবকে উৎপন্ন করিলেন।” পুনশ্চ নারদীয় পুরাণে লেখা আছে, যথা ; নারায়ণের দক্ষিণ দিগহইতে ব্ৰহ্মা বাম দিগহইতে বিষ্ণু আর মধ্যহইতে শিৰ নিৰ্গত হইলেন। এই সকলের বৈপরীত্য লিঙ্গপুরাণে লিখিয়াছে ; শিব ব্ৰহ্মাগুহইতে নিৰ্গত হইলেন, আর রূপ ধারণ করিয়া আপন বাম দিগহইতে বিষ্ণু এবণ লক্ষ্মীকে আর দক্ষিণ দিগহইতে ব্ৰহ্মা ও সরস্বতীকে উৎপন্ন করিলেন। পরন্তু মার্কণ্ডেয় পুরাণে লিখিয়াছে, মহালক্ষ্মীহইতে
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।