পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や* হিন্দুধর্ম পরীক্ষা । [২ খণ্ডের বিষ্ণু, আর মহাকালৗহইতে মহাদেব, আর মহাসরস্বতীহইতে ব্ৰহ্ম উৎপন্ন হইলেন। বরাহ পুরাণে লেখা আছে; যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশহইতে এক শক্তি প্রকাশ হইল, পরে ঐ শক্তি তিন ভাগ হইয়া লক্ষ্মী, সরস্বতী আর কালী নিৰ্ম্মিত হইলেক । অতএব উক্ত দেবগণের উৎপত্তির বিবিধ ৰূপ বর্ণনা শুনিয়া অজ্ঞান মনুষ্যেরাও কি সন্দেহ করিয়া বলিবে না, “ ঐ দশ জনের মধ্যে কাহার কথা সত্য আছে 2 93 ৩ অধ্যায় । , সৃষ্টি বিষয়ক ভুল ও অনৈক্য। জ্যোতিষ আর ভূগোল বিদ্যা ইত্যাদির বিষয়ে -বদ শাস্ত্র আর পুরাণেতে বড় ভুল ভ্রান্তি আছে। যথা, তাহাতে লেখে, “মুমেরু পৰ্ব্বত পৃথিবীর মধ্যস্থলে অাছে, আর তাহার উচ্চতা ৩০০০০০ তিন লক্ষ ক্রোশ আর তাহার মুলের পরিধি ৬৪০০০ চৌষট্টি সহস্ৰ ক্রোশ, এবং তাহার শৃঙ্গের প্রস্থত। ১২৮ এক শত অষ্টাবিংশতি ক্রোশ। তাহার চতুদিগে আরো কতক পৰ্ব্বত আছে, এবং প্রত্যেক পৰ্ব্বতের উপরে ৪৪০০ চারি- সহস্ৰ চারি শত