“) е হিন্দুধর্ম পরীক্ষা। - [{ খণ্ডের এ বড় চমৎকার কথা ; কেননা তাবৎ পৃথিবীর মধ্যে অন্বেষণ করা গিয়াছে, কিন্তু ঐ পৰ্ব্বত আর ঐ বৃক্ষের উদ্দেশ কোন স্থানে পওয়া যায় নাই । পুনরায় লিপি আছে, যে ঐ পৰ্ব্বতের মূল ভূমির নীচে ৬৪০০০ চৌষট্টি সহস্ৰ ক্রোশ গিয়াছে। কিন্তু ভূগোল বিদ্যাদ্ধারা,জানা যাইতেছে যে পৃথিবীর ৰ্যাস ৪০০০ চারি সক্ষত্ৰ ক্রেশহইতেও কিঞ্চিৎ নু্যন হইবে। দেখ, ঐ পৰ্ব্বতের ঠিকানা যদি কোন স্থানে পাওয়া যায় না, তবে বৈকুণ্ঠ আর ব্ৰহ্ম লেণকাদি কোথায় ? পুনশ্চ মার্কণ্ডেয় পুরাণে ও শ্ৰীভাগবতে লিপি আছে, যথা ; _ ক্ষারোদেফুরসোদ দুরোদ বৃতোদ ক্ষীরোদ দধিমণ্ডোদ শুদ্ধোদাঃ সপ্ত সিন্ধবঃ পরিত উপকল্পিতাঃ । অর্থাৎ " ক্ষার সমুদ্র ও ইক্ষু ও মদ্য ও ঘূত ও ক্ষীর ও দধি এবণ জল, এই সাত সমুদ্র সুমেরুর চতুদিগে বহিতেছে।” “কিন্তু তত্ত্ব করিলে ইহাদের মধ্যে একেরও অনুসন্ধান পাওয়া যায় না, কেবল ভ্রান্তি ৰূপ সাগরে ময় হইতে হয়o * ভূগোল বিদ্যাদ্ধারা জানা যাইতেছে যে পৃথিবীর আকার গোল ; কিন্তু পুরাণে লেখা আছে, পৃথিবী পদ্ম পত্রের ন্যায় চেপ্টা হয়। পুনশ্চ
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।