পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ó& হিন্দুধর্ম পরীক্ষা। [২ খণ্ডের সে বিদ্যা ব্যতিরেকে কঠিন হইত। পরন্তু ঐ বিদ্যা দ্বয় হিন্দু শাস্ত্রকে মিথ্যা জানাইতেছে। পুনশ্চ বেদেতে লেখা আছে, যে অগ্নিহইতে স্বৰ্য্য উৎপন্ন স্থইয়াছিল, আর স্থৰ্য্যহইতে চন্দ্র, আর চন্দ্রহইতে বৃষ্টি, আর বৃষ্টিহইতে বিছাৎ হয়। কিন্তু বিদ্যাদ্বারা জানা গিয়াছে যে দুই মেঘের ঘর্ষণেতে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর যে মেঘহইতে জল পতিত হয় সে পৃথিবীর উপরে ৩ তিন ক্রোশের অধিক উচ্চ কখন ছহতে পারে না ; কিন্তু ਥਾਂ পৃথিবীহইতে ১২০০০০ এক লক্ষ বিংশতি সহস্ৰ ক্রোশ দূর হয়, অতএব বৃষ্টি চন্দ্রহইতে অাসিতে পারে না । ৪ তাধ্যায় । শাস্ত্রোক্ত সৃষ্ট্যাদির বর্ণন সকল বিশ্বাসযোগ্য নহে, এবং তদ্বারা ঐশ্বরীয় গুণ ও গৌরব পুকাশ পায় না। - সৃষ্টি বিষয়ে হিস্থদের কোন শাস্ত্রে লেখা আছে যে তত্বের (অর্থাৎ সৃষ্টি মাত্রের) অস্তিত্ব নাই, বরং দৃশ্যমান বস্তু সকল কেবল মায়ার কার্য্য।