পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* や হিন্দুধর্মের পরীক্ষা। [৩ খণ্ডের তৃতীয় খণ্ড । হিন্দুশাস্ত্ৰ'লিথিত পমেৰ্থী ও মনুষের পর্যুর সম্বন্ধ বিষয়ক বিচার । محموجوه ماهه بaست. ১ অধ্যায় । মনুষের সহিত ঈশ্বরের সম্পর্কের বিষয়। মনুষের সহিত পরমেশ্বরের সম্পর্ক কী? তিনি কি তাহার ও জগতের সৃষ্টি স্থিতি পালন ও শ্বাসনকৰ্ত্তা বটেন ? (৬ পৃষ্ঠে দেখ।) হিন্দু ধর্মের বিষয়ে পূৰ্ব্বে যাহা লিখিত হইয়াছে, তদ্বারা ইহা সুস্পষ্ট ৰূপে প্রকাশ হইবে, য়ে তাহাতে নিগুণ ও সগুণ বলিয়া দুই প্রসিদ্ধ পথ আছে। শাস্ত্রেতে আরও ব্যক্ত হয় যে নিগুৰ্ণ পথই শ্রেষ্ঠ, আর সগুণ পথ নিগুৰ্ণ পথে প্রবেশ করিবার দ্বারস্বৰূপ । যখন মনুষ্য সগুণহইতে নিগুৰ্ণ পথে আইসে, তখন সে জ্ঞান প্রাপ্ত হইয়া আপনাকেই ব্ৰহ্ম বোধ করে। সুতরাং মনুষ্য