পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-8 হিন্দুধর্মের পরীক্ষা। [৩ খণ্ডের স্থিতি পালনকৰ্ত্ত না থাকাতে, আমরা ইহা দৃঢ় ৰূপে সিদ্ধান্ত করিতে পারি যে হিন্দুরা আপনাদের সৃষ্টিও রক্ষা ও শাসনকৰ্ত্তার বিষয়ে কিছুই জানে না; এবং তাহাদের সহিত ঈশ্বরের, ও ঈশ্বরের সহিত তাহাদের যে সম্বন্ধ, তাহাও জানে না । 4. এতদ্ভিন্ন হিন্দু ধৰ্ম্মে নিশ্চয়ৰূপে জানায়, যে শাস্ত্র খ্যাত মনুষ্য ও দেবতাদের পিতা ব্ৰহ্মা অবধি অতি ক্ষুদ্র কীট পৰ্যন্ত জগৎ সমুদয়ের তাবৎ সৃষ্ট বস্তুর পরিবর্তনীয় অবস্থা হয়; যেমত স্মৃতিতে লেখে, যে সমর্থ জগতস্মিন সৃষ্টি সংহারকারিণঃ। তেহপি কালেন লীয়ন্তে কালোহি বলবত্তরঃ ॥ অর্থাৎ “ এই জগতের সৃষ্টি স্থিতি স^হারকত্তারাও সালে লীন হইবেন ; অতএব কালই বলবান হয়।” তাহা কেবল নয়, বরঞ্চ শাস্ত্রানুসারে স্বয়ং ব্ৰহ্মও অদৃষ্টের কর্তৃত্বহইতে মুক্ত নহেন। যখন নিৰূপিত সময় উপস্থিত হয়, তখন তিনি আপনাকে বিস্তৃত করিলে সমুদয় সৃষ্টি দৃশ্য হয় ; এবং পুনরায় নিৰপিত সময়ে আপনাকে সঙ্কুচিত করিলে সকলই তাহাতে লীন হয়। ধথা, তৈত্তরীয় উপনিষদে লেখে, মতো বা ইমান ভুতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎপয়ান্তভিল বিশন্তি তদ্বিতীজ্ঞাসম্ব তত্ত্বন্ধেত।