পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎭᎨ হিন্দুধর্ম পরীক্ষা । {৩ খণ্ডের আরাধনা, দান, উপবাস, স্নান ও প্রার্থনা, এবং চতুৰ্বর্ণের ভিন্ন ২ রীতি প্রকাশক অনেক বিধি আছে। কিন্তু ইহা বড় আশ্চৰ্য্য, যদিও কোন মনুষ্য এই সকল কৰ্ম্ম পালন করে, তবে সে তাহার ফল ভোগের কারণ কোন এক দেব লোকে গিয়া কেবল নিয়মিত কাল পর্যন্ত বাস করিতে পাইবে ; আর যখন তাহার পুণ্য ক্ষয় হয়, তখন সে ইন্দ্র বা ব্ৰহ্মপদ প্রাপ্ত হইলেও তাহাকে পৃথিৰীতে আসিয়া পুনরায় নশ্বর জন্ম গ্রহণ করিতে হইবে। এৰূপে ইহার পূৰ্ব্বে কোটি ২ ব্ৰহ্মা, সপ্ত কোটি শস্তু, নৰ কোটি দুর্গ, আর পদ্ম গণেশ ইত্যাদি হইয়া গিয়াছে। বেদ এবং আর ২ শাস্ত্রে উক্ত কৰ্ম্ম শিশুবৎ খেলা বলিয়া প্রকাশ করে যে তত্ত্বারা নিৰ্ব্বাণ অর্থাৎ ব্রহ্মেতে লীন হওয়া কখন সম্ভব হয় না; বরঞ্চ যে ব্যক্তি · সংসার ত্যাগ পূৰ্ব্বক একাকী বনে গিয়া কঠিন তপস্যা এবং অতিশয় ক্লেশ স্বীকার করত আপনাকে ব্ৰহ্ম জ্ঞান করে, কেবল সেই লোক পরমার্থ প্রাপ্ত হয়। এতজ্জন্য শাস্ত্রের ভুরি ২ স্থানে লেখা আছে, যদ্রুপ ভৃগু বিষ্ণুকে শাপ দিয়াছিলেন, তদ্রুপ ঋষি ও মুনি সকল দেবতাগণকে তুচ্ছ জ্ঞান করিয়া কখন ২