পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి లి হিন্দুধর্ম পরীক্ষা। [৩ খণ্ডের কিম্বা পেচককে বধ করে, তবে শূদ্র বধ করণের প্রায়শ্চিত্ত তাহাকে করিতে হইবে। এক্ষণে হিন্দু শাস্ত্রানুসারে পাপের ভিন্ন ২ প্রায়শ্চিত্ত সাধ্য পর্যন্ত বর্ণনা করি। শাস্ত্রে লেখে, গঙ্গাস্নান, উপবাস, ধ্যান, দান, তীর্থযাত্রা, প্রয়াগে মুগুন এবং কাশীতে প্রাণত্যাগ করিলে পাপক্ষয় ও মুক্তি প্রাপ্ত হয়। ১। বিশেষতঃ ; প্রায়শ্চিত্ত নির্ণয়ে লিখিত আছে, যদি কেহ ব্ৰাহ্মণকে হত্যা করে, তবে তাহাকে চতুৰ্বিংশতি বৎসর পর্য্যন্ত প্রাজাপত্য ব্ৰত করিতে হইবে, কিম্বা আপন প্রাণু পৰ্য্যন্ত উৎসর্গ করিবে। যে ব্যক্তি গোহত্য করে, তাহাকেও কঠিন প্রায়--শ্চিত্ত করিতে হইবে ; এবং যদি সে অন্য কোন জীবকে বধ করে, তবে বিপ্রগণকে উপযুক্ত দান দিতে, হইবে। যদি কোন শূদ্র দুশ্চরিত্রা ব্ৰাক্ষুণীর সহিত ব্যভিচার করে, তবে সে আপনাকে অগ্নিতে নিক্ষেপ করিয়া প্রাণ ত্যাগ করবে। যদি কোন সচ্চরিত্রা ব্রাহ্মণীর নিকটে গমন করে, তবে সে আপন প্রাণ ত্যাগ করবে, এবং উক্ত স্ত্রী জাতিভ্ৰষ্ট হুইবে । অবকীণী (অর্থাৎ যে ব্ৰতী কামাতুর হইয়া আপন ব্ৰত ভঙ্গ করে, সে) নির্থতি দেবীর