( "ఎ } আছে সে প্রাচীর দ্বার বেষ্টিত নহে, এই পৰ্বত মধ্যে লৌহ জন্মে | ১ ৭৩ ৷৷ চন্দ্রনগর ll বঙ্গদেশ মধ্যে গঙ্গার পশ্চিম তীরে চত্র নগর নামে এক ক্ষুদ্র গ্রাম আছে, তাহাতে ফুন্সি জাতির বাস করে, ই০২ ১৭৫৭ বা ২ ১১৬৪ শালে ইহারদিগের সহিত এডমিরেল ওয়াটসন এব^ কলনেল কুইবের অধীন সৈন্যর ঘোরতর স০২ গ্রাম করিয়াছিল, তাহাতে অনেক সৈন্য নষ্ট হইয়া এই নগর ই^লণ্ডীয়দিগের অধিকার হইয়াছিল, এ স্থান দীঘে ২ ক্রোশ এবং কলিকাতা হইতে ২০ ক্রোশের অধিক দর হইবেক । ১৭৪ ৷ চরিশপরগণা ৷ বঙ্গদেশে কলিকাতা নগরের দক্ষিণ দিগে ও গঙ্গার পর্দ্র দিগে চৰ্বিশ পরগণা নামে এক দেশ আছে, ইহার দীর্ঘ পরিমাণ সৰ্ব গুৰু চতুদিগে পুয়ি ৮৮২ ক্রোশ হইবেক পলুকালে এ অতি ক্ষুদ্র গ্রাম ছিল, এব^ ই^ ১৭৫৭ ৰাণ২ ১১১৪ শালে কোন ভস্বামীর অধিকার হইয়া ছিল, পরে ই০২লণ্ডীয়দিগের অধিকার হওয়াতে ই• ১৭ ১৫ বা^ ১১২২ শালে দশ বৎসর জন্যে লার্ড কুইবের অধীন ছিল, ইদানী" বসতির ক্রমশঃ বৃদ্ধি হওয়াতে ইহার যথেষ্ট উন্নতি হইয়াছে। ১৭৫ ৷৷ চম্পানিয়ার II গুজরাট প্রদেশে পুস্তর প্রাচীর দ্বার ৰেষ্টিত ও ৪২ টা স্তম্ভ যুক্ত চম্নানিয়ার নামে এক নগর আছে, পর্যুকালে এ নগর ভীল জাতির ব^শোভৰ অথচ এ স্থানের হটু বালী চম্ন নামক কোন ব্যক্তি কর্তৃক নির্মিত হইয়াছিল, $
পাতা:সন্দেশাবলি.djvu/১০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।