পাতা:সন্দেশাবলি.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( : o } ভগ্নামানুসারে এ নগর চম্নানিয়ার নাম প্রাপ্ত হইয়াছে, ই২ ১৫৩৪ বা ১৪ ১ শালে এ নগরে গুজরাটের রাজধানী হইয়া ছিল, তৎপরে হুমাউন বাদশাহ যুদ্ধে জয়ী হইয়। এ স্থানের তাবৎ ধন অপহরণ করিয়াছিলেন, এ স্থানে অনেক দূর ব্যাপিয়া হিন্দু ও যাবনিক দেৱালয়ের নানা চিহ্ন দৃষ্ট হওয়াতে বোধ হয়, যে এ অতি বৃহৎ নগর ছিল, এই চম্নানিয়ার কেম্বে হইতে ৫৫ ক্রোশ উত্তর পত্ত্ব দিগে স্থাপিত আছে। ১৭৬ ৷ চম্বল ৷ মালোয় পুদেশে নর্মদা নদী হইতে ১৫ ক্রোশের মধ্যে ও মন্দু নামক এক পুাচীন নগরের নিকট চম্বল নদী আরম্ভ হইয়া উত্তর পূৰ্ব দিগে কোটা নগর দিয়া অনেক নদীয় সহিত মিশ্রিত হইয়া উৎপত্তি স্থানাবধি ৪ ৪০ ক্রোশ পর্যন্ত গমন পবুক এটোয়ার ২০ ক্রোশ উত্তর দিগে যমুনাতে পতিত হইতেছে, এবণ২ ধোলপুরের নিকট কৈত্রী নামক স্থানে ইহার এক খাড়ি পুয়ি এক ক্রোশের তৃতীয়া-২শ পুশন্ত আছে, এই চম্বল নদী দ্বারা ই০২ল গুীয়দিগের রাজ্য দৌল তরা ও সিন্ধি য়ার দেশ হইতে পৃথক হইয়াছে। ১৭৭ ৷ চাতরপুর ॥ আলাহাবাদ প্রদেশে ও ঘাট নামক পৰ্ব্বত শ্রেণীর নিযু ভাগে ৰন্দেল খণ্ড সমৃক্ত চন্তঃশাল রাজার স্থাপিত চাতরপুর নামে এক নগর অাছে তথা কথন । এই রাজার বাস করাতে ক্রমে ইহার উন্নতি হইয়াছিল, এবণ যখ কালে এই নগর দক্ষিণ দেশের ও মেরঙ্গাপুরের মধ্যস্থল ছিল, তৎকালে বন্দেল খণ্ডে কোন নগর ছিল না, সুতরা^ চাতরপুরে যথেষ্ট বাণিজ্য হইত, এব০২ পান নগরের হীরক খনির যে রাজস্ব উৎপন্ন হইত, সে তাবৎ এ স্থানে সম্প২গ্ৰহ হইত, তভিন্ন কেবল