পাতা:সন্দেশাবলি.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২ ) পূর্বক পূজা করে, এব- এ স্থানের স্ত্রী লোকেরা তন্ম,ৰ্ত্তির মন্তকে দুগ্ধ ও জল ও তৈল অভিষেক করে, আর তীর্থ যাত্রিরাও এই দেবতার পজা করিয়া থাকে। ১৮০ ৷৷ চিটলা ৷ উত্তর হিন্দুস্থানে নেপাল রাজ্যের সীমা বচ্ছিন্ন চিটলা নামে এক নগর আছে, তাহাতে ইষ্টক নির্মিত অনেক গৃহ আছে, এব^ নেপালের দক্ষিণ দিগ হইতে আগমনে প্রথমে কেবল এই নগর দৃষ্ট হয়। ১৮১ ৷ চিতপুর II গুজরাট প্রদেশে পৰ্ব্বতোপরি বন মধ্যে এক স্বাধীন রাজার চিতপুর নামে এক নগর আছে। ১৮ং ॥ চিতোর II আজমের প্রদেশে রাজপুত জাতির প্রাচীন রাজধানী চিতোর নামক এক নগর ছিল, সে ইদানী" উদয় পুরের রান নামে ব্যক্ত হইয়াছে এবং এ নগর অতি প্রাচীন ও ধনাঢ্য ও বলবৎ এইমৎ প্রসিদ্ধ আছে, ই^ ১৩০৩ বাণ ৭ ১০ শালে এই স্থানে প্রথম যবনাধিকার হইয়। ই ১৫৬৭ বাণ ১৭৪ শালে আকবরশাহ বাদশাহের সামুজ্যি সময়ে ইহার হ্রাস হইয়াছিল, পরে ই• ১৬৮০ বা^ ১০৮৭ শালে আওরঙ্গজেব বাদশাহের পুত্র আজম শাহ যুদ্ধে জয়ী হইয়া ইহার তাবৎ ধনাপহরণ করিলেন, এই রূপে হস্তান্তর হইয়া এই স্থানে যে মোগল জাতির দীর্ঘ কাল অধিকার ছিল, এমত নহে, ইs ১৭১০ বা ১১১৭ শালে উদয়পুরের রাজার অধীন অঞ্চ বিপক্ষ ভীম সি-২হ নামক এক ব্যক্তির নিকট হইতে মাধজী সিদ্ধিয় অধিকার করিয়া পুনৰরি সন্ধিদ্বারা তাহাকে অপর্ণ করিয়াছিল। ১৮৩৷৷ -