( S) 8 ) কৰ্ম্মনাশা নদী, এৰ পশ্চিম দিগে বোগলিখণ্ড নগর ও টারহার দেশ আছে, চুনার নগরের উত্তরাংশে উর্বর ভূমি, তথা পূৰ্বকালে বহু বাণিজ্য হইত, কিন্তু দক্ষিণ দিগের যে পৰ্বত ও বন তন্মধ্যে ক্ষেত্র ভূমি অত্যন্ত্র আছে, ই• ১৭৭৫ বা ১ ১১৮২ শালে সন্ধিদ্বারা ই°Sলীওঁীয়দিগের এ নগর অধিকার হইয়াছে। ১৮৮ ৷ চুনারগড়। আলাহাবাদে গঙ্গার দক্ষিণ দিগে চুনার গড় নামক এক নগর ও এক দুর্গ আছে, এই দুর্গ এক উচ্চ পৰ্বতোপরি দুই তিন তবক প্রাচীর দ্বারা উত্তম রূপে বদ্ধ, তখ পুযুক্ত বড় শক্ত বোধ হয়, এবং এ স্থান অতি শোভা জনক, কিন্তু বৎসরের মধ্যে কোন ই সময়ে অত্যুষ্ণ ও পীড়া দায়ক হয়, ই ১৫৩০ বাণ ১৩৭ শালে এই নগরে আফগান জাতীয় সেরথার বসতি ছিল, এই ব্যক্তি হোমাউন বাদশাহকে হিন্দুস্থান হইতে বহিস্কৃত করিয়াছিল, ই২ ১৫৭৫ বা" ১৮ং শালে মোগলজাতির সেরথার সহিত ছয় মাস যুদ্ধ করিয়া এই নগর অধিকার করিল, পরে ই০২ ১৭৬৩ বা ২ ১ ১৭০ শালে ই০১লণ্ডীয়রা রাত্রিকালে ইহার দুর্গ আক্রমণ করিলে দুৰ্গন্তু সৈন্যর অক্ষম হইয়া কিছুকাল বিলম্বে তাহারদিগকে এই নগর পুদান করিয়াছিল, চুনারগড় নগর কলিকাতা হটতে মুরশিদাবাদ দিয়া ৫৭৪ ক্রোশ এব০ বীরভূমি দিয়া ১৬১ ক্রোশ অন্তর হইবেক । ১৮১ ৷৷ চমিয়া tা ৰঙ্গ দেশীয় চট্টগ্রামের উত্তর পূর্বদিগের পৰ্বত শ্রেণীতে চুমিয়া নামক এক পুকার বন্য মনুষ্য জাতি বাল করে, ইহারদিগের তাবৎ গ্রামের নাম চুমিয়া ব্যক্ত আছে,
পাতা:সন্দেশাবলি.djvu/১০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।