পাতা:সন্দেশাবলি.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ ఎ 6 ) চুমিয়ার ইংলণ্ডীয়দিগকে কর দিয়া থাকে, এবং তাহার কদ চিৎ এক স্থানে দুই বৎসর বাস করে। ১১০ ৷ চুমুত্তি অর্থাৎ সুমত্তি। লাঢ়ক দেশে খায়াশ নদীর উত্তর দিগে চুমূৰ্ত্তি নামে এক নগর অাছে, ঐ থাস্কাশ নদী হিমালয় পৰ্ব্বতের উত্তর দিগ হইতে নির্গত হইয়াছে, পূৰ্ব্ব কালে হিন্দুর এই নদীকে গঙ্গা বোধ করিত, তৎপরে গঙ্গার উৎপত্তি স্থান নিরূপণ করণার্থে বঙ্গ দেশ হইতে সৈন্যেরা গমন করিয়া দেখিল, যে হিমালয় পৰ্ব্বতের দক্ষিণ দিগ হইতে গঙ্গা নির্গত হইয়াছেন, এমতে গঙ্গার জন্মস্থান ব্যক্ত হওয়াতে হিন্দু দিগের ভূম দূর হইল, এতদ্ভিন্ন চুমূৰ্ত্তি নগরের আর কোন বিশেষ বৃত্তান্ত ব্যক্ত নাই। ১১১ ৷ छूद्ररुम्ने॥ কাশী হইতে ১৪ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে ও ভগিল দেশ মধ্যে আলাহাবাদ সমৃক্ত চুরহাট নামে এক নগর আছে, এই স্থানে কোন স্বাধীন রাজার অধিকার ছিল। ২ ১৬ ৷ চেটীয়া ৷ বাহার রাজ্যে ও কলিকাতা হইতে ২০০ ক্রোশ পশ্চিম উত্তর দিগে ছোটনাগপুর সমৃক্ত চৌটীয় নামক এক নগর অাছে । ১১২ ৷ চৌত্রিশগড় ৷ গগুওয়ান রাজ্যে চৌত্রিশগড় নামক এক বৃহদেশ আছে, তাহার নামান্তর ঝাড়খণ্ড, এই দেশ সমৃক্ত অনেক অপকৃষ্ট গ্রাম আছে, সেই সকল গ্রাম হইতে যথেষ্ট গাডি ও টাটু ঘোটক বিক্রয়ার্থে প্রথমতঃ চৌত্রিশগড়ে, পুনৰ্ব্বার তথা হইতে নিজামের রাজ্যে ও উত্তর সরকারে প্রেরিত হয়, এবং এই দুই স্থান হইতে চৌত্রিশগডে যথেষ্ট লবণ আইসে ই• ১৭৫২ বা- ১১৫১ শালে রাজী ভোশল কর্তৃক এই