( ১৬ ) দেশ জিত হইয়। চিরদিন নাগপুরের মহারাষ্ট্রীয় রাজার অধীন ছিল। ১১৩ ৷ ro চৌপারা ৷ লাহোর রাজ্যে শোণ নদের সহিত সিন্ধু নদীর মিলন স্থানের কএক ক্রোশান্তরে অথচ এই নদীর পূৰ্ব্ব দিগে চৌপার নামক এক নগর অাছে। ১১৪ ৷৷ চোল । জালাহাবাদে ও কঙ্কন নগরের সমুদ্র তীরে এব^ বোম্বে হইতে ২৫ ক্রোশ দক্ষিণ দিগে মহারাষ্ট্রীয় পেশ্বার স্থান সম্নক্ত চৌল নামক এক নগর আছে, এই নগর দক্ষিণ রাজ্যের ভামিনি বাদশাহের বর্তমান কালে অতিশয় প্রসিৰ ছিল । ১১৫ ৷৷ ছাপরা !! গগুওয়ান রাজ্যে বিন গঙ্গার উপরে ও নাগ পুর হইতে ৮৭ ক্রোশ উত্তর দিগে ছাপরা নামে এক নগর আছে, এ স্থানে লৌহ প্রস্তুত হইত, তন্নিমিত্তে এ নগর প্রসিদ্ধ হইয়াছে। এব০২ রাঘজী ভোশলার যুদ্ধ কালীন তাহার সৈন্যা ধ্যক্ষ এক ব্যক্তি পাঠান গণ্ড ওয়ান রাজ্যের এই ছাপর অঞ্চল ও ৰেরার দেশের উত্তরাণ২শ জয় করিয়াছিল, তাহাতে রাস্বজী সন্তুষ্ট হইয়া ঐ পাঠানকে পারিতোষিক স্বরুপ এ নগর দান করিয়াছিলেন । ১১৬ { জগন্নাথ । উডিস্য রাগে কটক দেশ সমৃক্ত সমুদ্র তীরে ও চিলকার জলাশয় হইতে কএক ক্রোশ উত্তর পূৰ্বদিগে জগন্নাথ নামে এক প্রসিদ্ধ দেবালয় আছে, এই মন্দির সুগঠিত নহে, তথাচ সমূদ্র হইতে ইহার শোভা দৰ্শন হয়, ই^ ১৫৮২ বা^৯৮১ শালে আবলফল কর্তৃক উক্ত আছে, যে উড়িষ্যার সমুদ্র তীরস্থ পুরুষোত্তম নামক স্থানের মন্দিরে জগন্নাথ বলরাম
পাতা:সন্দেশাবলি.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।